ISIS leader killed In Syria: সিরিয়ায় ফের আকাশ পথে হামলা আমেরিকার, খতম আইসিসের শীর্ষ নেতা
আমেরিকার হেলিকপ্টার হানায় আইসিসের ওই শীর্ষ নেতার পাশাপাশি আরও ২ জন নিহত হয়। তবে সোমবারের হামলায় কোনও সাধারণ মানুষ হতাহত হননি বলে দাবি করা হয় আমেরিকার তরফে।
দিল্লি, ১৮ এপ্রিল: ফের সিরিয়ায় (Syria) হেলিকপ্টার হানা শুরু। উত্তর সিরিয়ায় হেলিকপ্টার হানাদারির জেলে আইসিসের এক সিনিয়র নেতাকে খতম করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। মধ্যপ্রাচ্য এবং ইউরোপে (Europe) হানাদারির পরিকল্পনা করছিল ইসলামিক স্টেটের ওই নেতা। গোপণ রিপোর্টে যে খবর হাতে আসার পরই উত্তর সিরিয়ায় হেলিকপ্টার রেইড চালিয়ে ওই নেতাকে খতম করা হয় বলে বিবৃতি প্রকাশ করে জানায় পেন্টাগন। সোমবার উত্তর সিরিয়ার হেলিকপ্টার রেইড শুরু করে পেন্টাগন। একাধিক বিদেশি অফিসিয়ালকে অপহরণের ছক কষা হচ্ছিল ইসলামিক স্টেটের তরফে। যে খবর পেতেই সোমবার হেলিকপ্টার নিয়ে হামলা চালাতেই নিহত ওই জঙ্গি নেতা।
আমেরিকার (US) হেলিকপ্টার হানায় আইসিসের ওই শীর্ষ নেতার পাশাপাশি আরও ২ জন নিহত হয়। তবে সোমবারের হামলায় কোনও সাধারণ মানুষ হতাহত হননি বলে দাবি করা হয় আমেরিকার তরফে।
প্রসঙ্গত গত ২ সপ্তাহ আগে আইসিসের (ISIS) আল জাবাউরি নামে এক শীর্ষ নেতাকে খতম করে আমেরিকা। ইউরোপ এবং তুরস্কে হমালা চালানোর পরিকল্পনা করছিল আল জাবাউরি। যে খবর পেতেই আইসিসের ওই জঙ্গি নেতাকে খতম করা হয় বলে বিবৃতি প্রকাশ করে জানায় পেন্টাগন।
২০১৪ সাল ও তার আশপাশে সিরিয়া এবং ইরাকের বেশ কিছু অংশ দখল করে আইসিস। তবে কর্মাগত ন্যাটো এবং আমেরিকার হামলার জেরে সিরিয়া এবং ইরাকের বেশ কিছু অংশ ছেড়ে পালাতে শুরু করে আইসিস। তবে এখনও সিরিয়া এবং ইরাকে আইসিস আধিপত্য অব্যাহত। যা নির্মুল করতে বদ্ধপরিকর আমেরিকা।