Sudan Evacuation: ভারত তথা অন্যান্য দেশবাসীদের সুদান থেকে উদ্ধার আরবের

সৌদি নাগরিক ও অন্যান্য দেশের লোকজনসহ মোট ১৫৮ জনকে উদ্ধার করে নৌকায় করে সৌদি আরবের জেদ্দা বন্দরে স্থানান্তর করা হয়েছে

Arab Evacuates People from Sudan (Photo Credit: ANI/ Twitter)

সুদানে ভয়াবহ যুদ্ধ অব্যাহত থাকায় ভারত, সৌদি নাগরিকসহ অন্যান্য নাগরিকদের দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সুদান থেকে সৌদি নাগরিক ও অন্যান্য দেশের লোকজনসহ মোট ১৫৮ জনকে উদ্ধার করে নৌকায় করে সৌদি আরবের জেদ্দা বন্দরে স্থানান্তর করা হয়েছে। রাজধানী খার্তুমে সুদানি সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে দ্বিতীয় সপ্তাহে সশস্ত্র সংঘর্ষ শুরু হলে এ পদক্ষেপ নেওয়া হয়। সুদানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তাদের জেনারেল কমান্ডার আবদেল ফাত্তাহ আল-বুরহান বেশ কয়েকটি দেশের নেতাদের ফোন করে তাদের নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "আল-বুরহান এই বিষয়টি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সাহায্য করতে রাজি হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে খার্তুম ও অন্যান্য এলাকায় সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ চলছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে এই সংঘর্ষ শুরু করার অভিযোগ এনেছে। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এ সংঘর্ষের ঘটনায় চার শতাধিক মানুষ নিহত ও প্রায় সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছে।



@endif