Sudan Evacuation: ভারত তথা অন্যান্য দেশবাসীদের সুদান থেকে উদ্ধার আরবের
সৌদি নাগরিক ও অন্যান্য দেশের লোকজনসহ মোট ১৫৮ জনকে উদ্ধার করে নৌকায় করে সৌদি আরবের জেদ্দা বন্দরে স্থানান্তর করা হয়েছে
সুদানে ভয়াবহ যুদ্ধ অব্যাহত থাকায় ভারত, সৌদি নাগরিকসহ অন্যান্য নাগরিকদের দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সুদান থেকে সৌদি নাগরিক ও অন্যান্য দেশের লোকজনসহ মোট ১৫৮ জনকে উদ্ধার করে নৌকায় করে সৌদি আরবের জেদ্দা বন্দরে স্থানান্তর করা হয়েছে। রাজধানী খার্তুমে সুদানি সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে দ্বিতীয় সপ্তাহে সশস্ত্র সংঘর্ষ শুরু হলে এ পদক্ষেপ নেওয়া হয়। সুদানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তাদের জেনারেল কমান্ডার আবদেল ফাত্তাহ আল-বুরহান বেশ কয়েকটি দেশের নেতাদের ফোন করে তাদের নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "আল-বুরহান এই বিষয়টি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সাহায্য করতে রাজি হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে খার্তুম ও অন্যান্য এলাকায় সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ চলছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে এই সংঘর্ষ শুরু করার অভিযোগ এনেছে। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এ সংঘর্ষের ঘটনায় চার শতাধিক মানুষ নিহত ও প্রায় সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছে।