Sri Lanka: প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ, উত্তাল কলম্বোয় মৃত্যু যুবকের
রনিল বিক্রমসিংহের অফিস ঘিরে বিক্ষোভ শুরু হলে, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করলে, শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন ছাব্বিশের এক যুবক। সঙ্গে সঙ্গে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলম্বো, ১৩ জুলাই: প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa) দেশ ছেড়ে পালানোর পর থেকে উত্তাল শ্রীলঙ্কা (Sri Lanka)। দ্বীপরাষ্ট্র যখন জ্বলতে শুরু করে গোতবয়া রাজাপাক্ষের বিরোধিতায়, সেই সময় প্রধানমন্ত্রীকেও ইস্তফা দিতে হবে বলে দাবি করা হয় বিক্ষোভকারীদের তরফে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু হলে, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করে। সেই সময় বছর ২৬-এর এক যুবকের মৃত্যু হয়।
রিপোর্টে প্রকাশ, রনিল বিক্রমসিংহের অফিস ঘিরে বিক্ষোভ শুরু হলে, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করলে, শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন ছাব্বিশের এক যুবক। সঙ্গে সঙ্গে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির পরপরই বছর ছাব্বিশের ওই যুবকের মৃত্যু হয় বলে খবর।
আরও পড়ুন: Sri Lanka: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস দখল বিক্ষোভকারীদের, জ্বলছে দ্বীপরাষ্ট্র
বুধবার দুপুরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের অফিস দখল করে, সেখানে জাতীয় পতাকা ওড়াতে শুরু করা হয় বিক্ষোভকারীদের তরফে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস দখল করে, সেখানে মানুষ ঢুকে পড়তে শুরু করেন।