Sri Lanka: রাজাপাক্ষে পালাতেই প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ল কয়েক হাজার মানুষ, প্রবল বিক্ষোভ শ্রীলঙ্কায়
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসতেই, প্রেসিডেন্ট ভবনের মধ্যে ঢুকে পড়তে শুরু করেন কয়েক হাজার মানুষ। শ্রীলঙ্কার পতাকা হাতে নিয়ে প্রেসিডেন্ট ভবনের মধ্যে ঢুকে সেখান ভাঙচুরও করতে দেখা যায় বেশ কিছু মানুষকে।
কলম্বো, ৯ জুলাই: 'ইস্তফা' দিন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে। চরম সঙ্কটে দেশের মানুষকে ফেলে প্রেসিডেন্ট পালাতেই, সেক্রেটারিয়েট হাউজের মধ্যে কয়েক হাজার মানুষ ঢুকে পড়ে এমন দাবি শুরু করেন। এরপর গোতবয়া রাজাপাক্ষের বিরুদ্ধে সেক্রেটারিয়েট ভবনের মধ্যেই প্রবল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ বাগে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাতে শুরু করলেও, তাতে কোনও কাজ হচ্ছে না বলে খবর।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসতেই, প্রেসিডেন্ট ভবনের মধ্যে ঢুকে পড়তে শুরু করেন কয়েক হাজার মানুষ। শ্রীলঙ্কার পতাকা হাতে নিয়ে প্রেসিডেন্ট ভবনের মধ্যে ঢুকে সেখান ভাঙচুরও করতে দেখা যায় বেশ কিছু মানুষকে।
আরও পড়ুন: Sri Lanka: প্রেসিডেন্ট পালাতেই উত্তাল শ্রীলঙ্কা, বিক্ষোভকারীদের বাগে আনতে টিয়ার গ্যাস
শুক্রবার থেই শ্রীলঙ্কার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ফলে শুক্রবার রাতেই প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। দেশকে চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রেখে প্রেসিডেন্ট চম্পট দিলেন কীভাবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিক্ষোভকারীরা। এরপরই পুলিশ এবং সেনা বাহিনীর সমস্ত অবরোধ রুখে দিয়ে প্রেসিডেন্টের বাসভবনে হু হু করে মানুষ ঢুকে পড়তে শুরু করেন।
প্রেসিডেন্টে বাসভবনে ঢুকে কেউ সেখানকার সুইমিং পুলে লাফ দিতে শুরু করেন। কেউ কেউ কেউ আবার গোতবয়া রাজাপাক্ষের বিরুদ্ধে এক নাগাড়ে স্লোগান দিতে শুরু করেন। সবকিছু মিলিয়ে গোতবয়া রাজাপাক্ষের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে।