Srilanka Plastic Ban: মারা যাচ্ছে একের পর এক বন্য হাতি, হরিণ, শ্রীলঙ্কায় নিষিদ্ধ হল প্লাস্টিক
প্লাস্টিক বর্জ্য খেয়ে প্রাণ হারাচ্ছে বন্য হাতি, হরিণরা। বন বিভাগের কাছে এমন রিপোর্ট পেয়েই শ্রীলঙ্কায় নিষিদ্ধ হল একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্য়বহার, ক্রয়-বিক্রয়।
প্লাস্টিক বর্জ্য খেয়ে প্রাণ হারাচ্ছে বন্য হাতি, হরিণরা। বন বিভাগের কাছে এমন রিপোর্ট পেয়েই শ্রীলঙ্কায় নিষিদ্ধ হল একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্য়বহার, ক্রয়-বিক্রয়। প্লাস্টিকের প্লেট-গ্লাস-চামচ, প্লাস্টিকের ফুলের ব্যবহারও নিষিদ্ধ করা হল। বন্যার আশঙ্কায় ২০১৭ সালেই শ্রীলঙ্কায় নিষিদ্ধ হয়েছিল নন-বায়োগ্রেডেবল প্লাস্টিক ব্যাগের ব্যবহার।
শ্রীলঙ্কার তিনটি জায়গা থেকে আসা হাতি, হরিণের দেহ ময়নাতদন্ত করে দেখা গিয়েছে, ডাস্টবিনে ফেলে দেওয়া প্লাস্টিক বিষক্রিয়ার ফলে হাতি, হরিণ সহ বন্যপ্রাণীদের মৃত্যুর কারণ হয়েছে। হাতি, হরিণদের খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়েছে প্লাস্টিক। যা কিছুদিন পর বিষক্রিয়া হয়ে তাদের মেরে ফেলছে। আরও পড়ুন-চিনা সিসিটিভি ক্যামেরা এবার নিষিদ্ধ অস্ট্রেলিয়ায়
দেখুন টুইট
শ্রীলঙ্কায় ক্রমশ নগরায়ন বৃদ্ধি পাওয়ায় জঙ্গল কমে আসছে। বন বা বনের পাশে বসবাসকারী মানুষদের সঙ্গে হাতিদের লড়াই রোজকার ঘটনা। বন থেকে বের হয়ে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে হাতিরা। গত বছর ৪০০টি হাতি মারা গিয়েছে হয় মানুষের সঙ্গে লড়াই করে বা প্লাস্টি বর্জ্য খেয়ে। আগেই