Sri Lanka: গোতবয়া রাজাপাক্ষে পালাতে পারলেন না দুবাইতে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আটকে দেওয়া হল বিমানবন্দরেই

গত শুক্রবার থেকে শ্রীলঙ্কায় বিক্ষোভের আঁচ মেলে। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে যাতে পড়তে না হয়, তারজন্য শুক্রবার রাতেই প্রেসিডেন্টের প্রাসাদ থেকে অন্যত্র সরে যান গোতবয়া রাজাপাক্ষে।

Gotabaya Rajapaksa (Photo Credit: Instagram)

কলম্বো, ১২ জুলাই:  প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে ইস্তফা দিন। এমনইদাবিতে গোটা শ্রীলঙ্কা জুড়ে চরম বিক্ষোভ শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, শ্রীলঙ্কা (Sri Lanka) ছেড়ে দুবাইতে পালানোর চেষ্টা করছিলেন গোতবয়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa )। কিন্তু বিমানবন্দর থেকে গোতবয়া রাজাপাক্ষে যাতে পালাতে না পারেন, তার ব্যবস্থা করেন সে দেশের অভিবাসন দফতরের কর্মীরা। গোতবয়া রাজাপাক্ষে যাতে কোনওভাবে দুবাইতে পৌঁছতে না পারেন, বিমানবন্দরে সেই ব্যবস্থা করে প্রেসিডেন্টকে আটকে দেন অভিবাসন দফতরের কর্মীরা। ফলে এখনও পর্যন্ত বিদেশে পালাতে পারেননি গোতবয়া রাজাপাক্ষে।

গত শুক্রবার থেকে শ্রীলঙ্কায় বিক্ষোভের আঁচ মেলে। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে যাতে পড়তে না হয়, তারজন্য শুক্রবার রাতেই প্রেসিডেন্টের প্রাসাদ থেকে অন্যত্র সরে যান গোতবয়া রাজাপাক্ষে। এরপর শনিবার প্রেসিডেন্টের প্রাসাদে হু হু করে মানুষ ঢুকতে শুরু করেন। শুরু হয় ৭৩ বছরের রাজনৈতিক নেতার বিরুদ্ধে চরম বিক্ষোভ।

আরও পড়ুন: Pakistan: শ্রীলঙ্কার মত 'অর্থনৈতিক দুরাবস্থার' দিকে এগোচ্ছে পাকিস্তান, বিস্ফোরক দাবি ইমরানের

এরপরই গোতবয়া রাজাপাক্ষে দুবাইতে (Dubai) পালাতে পারেন বলে শোনা যায়। যা কার্যত আটকে দেন অভিবাসন দফতরের কর্মীরা।