South Korea Plane Crash: পাখির ধাক্কায় আগুন জ্বলে ছারখার বিমান, ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তে কী হয় দেখুন

মুয়ান বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, জেজু এয়ারলাইন্সের বিমানটি রানওয়ের ১ নম্বর রুটে অবতরণ করবে স্থানীয় সময় সকাল ৮.৫৪তে।

South Korea Plane Crash (Photo Credit: X)

দিল্লি, ৩০ ডিসেম্বর: দক্ষিণ কোরিয়ার (South Korea) জেজু এয়ারলাইন্সের (Jeju Air Plane) বিমান ভেঙে পড়তেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। জেজু এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার ভিডিয়ো সামনেই আসতেই জানা যায়, সেখানে ১৮১ জনের মৃত্যুর খবর আসে। জেজু এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়তেই তা নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়েছে। কেন জেজু এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়ে, তার বেশ কতগুলি কারণ সামনে আসে।

দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো...

 

আরও পড়ুন: South Korea Plane Crash Video: আগুন জ্বলে উঠে ভেঙে পড়ল যাত্রীবাহি বিমান, ভয়াবহ দুর্ঘটনায় 'মৃত্যু মিছিল', দেখুন ভিডিয়ো

মুয়ান বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, জেজু এয়ারলাইন্সের বিমানটি  রানওয়ের ১ নম্বর রুটে অবতরণ করবে স্থানীয় সময় সকাল ৮.৫৪তে। 

সকাল ৮.৫৭ মিনিটে জানানো হয়, ওই চত্ত্বরে পাখি রয়েছে। 

৮.৫৯ মিনিটে জেজু এয়ারলাইন্সের বিমানটি পাখির ধাক্কা লাগে বলে জানা যায়। 

এরপর ৯.০৩ মিনিটে বিমানটি অবতরণ করেও শেষরক্ষা হয়নি। 

বিমানটিতে পাখির ধাক্কা লাগার পরপরই সেটি রানওয়েতে ভেঙে পড়ে হুড়মুড়িয়ে।