South Africa Covid Variant: করোনার নয়া প্রজাতির আতঙ্ক, দক্ষিণ আফ্রিকার সব বিমান বাতিল করল ফ্রান্স

করোনার নয়া প্রজাতি থাবা বসিয়েছে দক্ষিণ আফ্রিকায়। করোনার এই নয়া প্রজাতি আগের চেয়ে অনেক বেশি জিনের পরিবর্তন ঘটাতে সক্ষম। ফলে করোনার নতুন এই প্রজাতির জেরে দক্ষিণ আফ্রিকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

Airlines (Photo Credits: Pixabay)

প্যারিস, ২৬ নভেম্বর: করোনার (Corona) নয়া প্রজাতি যখন চোখ রাঙাচ্ছে, সেই সময় দক্ষিণ আফ্রিকা থেকে কোনও বিমান ফ্রান্সে (France) প্রবেশ করতে পারবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে কোনও বিমান ফ্রান্সে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে যাতে কোনও বিমান ফ্রান্সে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান সে দেশের স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে। ইউরোপের প্রত্যেকটি দেশ এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সে বিষয়ে কথা বলা হচ্ছে বলে জানানো হয় ফ্রান্সের তরফে।

করোনার নয়া প্রজাতি থাবা বসিয়েছে দক্ষিণ আফ্রিকায়। করোনার এই নয়া প্রজাতি আগের চেয়ে অনেক বেশি জিনের পরিবর্তন ঘটাতে সক্ষম। ফলে করোনার নতুন এই প্রজাতির জেরে দক্ষিণ আফ্রিকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই করোনার নতুন প্রজাতি নিয়ে সে দেশের মানুষকে সতর্ক করেছেন। তবে হংকং এবং বৎসোয়ানা থেকে যাঁরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় যান, তাঁদের কয়েকজনের শরীরে কোভিডের (COVID 19) এই নতুন প্রজাতির সন্ধান মেলে বলে খবর। যার জেরে গোটা দক্ষিণ আফ্রিকার জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

আরও পড়ুন:  South Africa Covid Variant: দক্ষিণ আফ্রিকায় করোনার নয়া প্রজাতি চোখ রাঙাচ্ছে, সতর্কতা ভারত জুড়ে

দক্ষিণ আফ্রিকায় কোভিডের যে প্রজাতি ধরা পড়েছে,তার জেরে ভারত (India) জুড়েও জারি করা হয়েছে সতর্কতা।



@endif