South Korea: হ্যালোউইন ফেস্টিভ্যালে জনজোয়ার, পদস্পৃষ্ট হয়ে মৃত্যু উঠতি গায়কের
দক্ষিণ কোরিয়ার খবর অনুযায়ী, লি জিয়ান সে দেশের একজন উঠতি তারকা। হ্যালোউইন ফেস্টিভ্যাল ঘিরে সিওলে ভিড়ের চাপে একের পর একজনের মৃত্যুর খবর আসতে শুরু করে। সেখানেই বছর ২৪-এর জিয়ানের মৃত্যুর খবর মেলে।
সিওল, ১ নভেম্বর: হ্যালোউইন ফেস্টিভ্যাল (আন্তর্জাতিক ভূত উৎসব) ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ কোরিয়ায়। জনপ্রিয় গায়ক লি জিয়ানের মৃত্যুতে নেমে এল শোকের ছায়া। শনিবার দক্ষিণ কোরিয়ার সিওলে হ্যালোউন ফেস্টিভ্যালে হাজির হলে, সেখানে ভিড়ের চাপে পদস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় লি জিয়ানের। মাত্র ২৪ বছরের জিয়ানের মৃত্যুর খবর ছড়াতে শোরগোল শুরু হয়। তবে জানা যায়, লি জিয়ানের পাশাপাশি হ্যালোউন ফেস্টিভ্যালে আরও ১৫০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার খবর অনুযায়ী, লি জিয়ান সে দেশের একজন উঠতি তারকা। হ্যালোউইন ফেস্টিভ্যাল ঘিরে সিওলে ভিড়ের চাপে একের পর একজনের মৃত্যুর খবর আসতে শুরু করে। সেখানেই বছর ২৪-এর জিয়ানের মৃত্যুর খবর মেলে।
লি জিয়ান কোরিয়ার গানের জগতে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অভিনয় শুরু করেন। ফলে অভিনয় জগতেও পসার জমাতে শুরু করেন লি জিয়ান। তবে শনিবার হ্যালোউইন ফেস্টিভ্যালে কয়েক হাজার লোক জড়ো হলে, সেখানেই আকষ্মকভাবে পদস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় লি জিয়ানের।