World's Most Powerful Passport 2023: জাপানকে টপকে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের তকমা ছিনিয়ে নিল সিঙ্গাপুর
পাঁচ বছর ধরে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট ছিল জাপানের। কিন্তু, সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, এই বছর জাপানকে টপকে সবথেকে শক্তিশালী পাসপোর্টের তকমা ছিনিয়ে নিয়েছে সিঙ্গাপুর।
পাঁচ বছর ধরে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট (World's Most Powerful Passport) ছিল জাপানের (Japan)। কিন্তু, সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index) অনুযায়ী, এই বছর জাপানকে টপকে সবথেকে শক্তিশালী পাসপোর্টের তকমা ছিনিয়ে নিয়েছে সিঙ্গাপুর (Singapore)।
ওই রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরের বাসিন্দারা বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯২টি জায়গায় যেতে পারেন ভিসা (Visa) ছাড়াই। এই বছর ভারতের পাসপোর্টও গত বারের থেকে তিন ধাপ এগিয়ে ৮০ তম এসেছে। এর ফলে এখন ভিসা ছাড়া ৫৭টি দেশে যেতে পারেন ভারতীয়রা। আরও পড়ুন: OnlyFans CEO Ami Gan Resigns: অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্ম ওনলি ফ্যানস্ এর সিইও আমিগন করলেন পদত্যাগ, জেনে নিন কে হবেন তার স্থলাভিষিক্ত