Sheikh Hasina: আমেরিকার ভিসা বাতিল, ব্রিটেনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ মুজিব-কন্যার জন্য

ভারত থেকে সোজা ব্রিটেনে উড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করেছে ব্রিটেন।

Sheikh Hasina (Photo Credits: X)

নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রীর (Prime Minister) পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আপাতত ঠাঁই হয়েছে দিল্লির (Delhi) 'সেফ হাউসে'। ভারত থেকে সোজা ব্রিটেনে (Britain) উড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করেছে ব্রিটেন। এ বার ব্রিটেনের পর মুজিব-কন্যার সামনে বন্ধ হয়ে গেল আমেরিকার (United States Of America) দরজাও। ব্রিটেনের পথে হেঁটে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করেছে আমেরিকা,এমনটাই খবর। এরপরই বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। হাসিনার পরবর্তী ঠিকানা কী হবে, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, আমেরিকাতেই বসবাস করেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে থাকেন তিনি। তবে এখন চাইলেও ছেলের কাছে যেতে পারবেন না বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। অন্যদিকে ব্রিটেনে বসবাস করেন হাসিনার বোন রেহানা এবং শেখ রেহানা এবং ভাইঝি টিউলিপ সিদ্দিকি। কিন্তু হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দেয় ব্রিটিশ সরকার। 'আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দিল্লিতে গোপন আস্তানায় রাখা হয়েছে তাঁকে।" সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিগত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশ। রাজপথে নেমেছেন ছাত্ররা। দফায়-দফায় উত্তেজনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওপার বাংলা। এই আবহে গদিচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনা বিমানে চেপে সোজা চলে আসেন ভারতে।

&

;