Sheikh Hasina: চিঠি লিখে নরেন্দ্র মোদির মা-এর মৃত্যুতে শোকপ্রকাশ শেখ হাসিনার

শুক্রবার ভোরে মৃত্যু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির। তারপর থেকেই দেশ-বিদেশের সমস্ত স্তরের মানুষ ভারতের প্রধানমন্ত্রীকে তাঁদের সমবেদনা শোকবার্তা পাঠিয়েছেন। এবার চিঠি লিখে শোকপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফাইল ফটো (Photo Credit: ANI/Twitter)

ঢাকা: শুক্রবার ভোরে মৃত্যু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime Minister Narendra Modi) মা (Mother) হীরাবেন মোদির (Heeraben Modi)। তারপর থেকেই দেশ-বিদেশের সমস্ত স্তরের মানুষ ভারতের প্রধানমন্ত্রীকে তাঁদের সমবেদনা শোকবার্তা পাঠিয়েছেন। এবার চিঠি লিখে শোকপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina)। আরও পড়ুন: অজান্তে ব্যাঙ্ক একাউন্টে ঢুকে গেছে কোটি টাকা, আসল মালিককে ফেরত দিতে অস্বীকার করায় দুবাইয়ের জেলে এক ভারতীয়

তাঁর চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, "আপনার প্রিয় মা (beloved mother) শ্রীমতী হীরাবেন মোদির মৃত্যুতে (death) বাংলাদেশের মানুষ (people of Bangladesh) ও আমি (Myself) গভীরভাবে শোকাহত। তাই বাংলাদেশের মানুষ ও নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক সমবেদনা (deepest condolences) জানাচ্ছি। শ্রীমতি হীরাবেন ছিলেন একজন গর্বিত মা (proud mother)। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে (every aspect) তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমরা সবাই জানি। আজকে আপনি যে জায়গায় রয়েছেন সেখানে পৌঁছানোর জন্য তাঁর চেষ্টা ও অনুপ্রেরণার কথাও কারও অজানা নয়। মায়ের প্রতি আপনার ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের স্মৃতিতে থেকে যাবে। এই ঘটনা থেকে বোঝা যায় পারিবারিক সংস্কার আপনার জীবনে কতটা গুরুত্ব রাখে। আমরা আপনার মায়ের আত্মার চিরশান্তি কামনা করি।" আরও পড়ুন: Indonesia Minister Convicted of Hate Speech: ঘৃণাভাষণের দায়ে দোষী সাব্যস্ত ইন্দোনেশিয়ার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রয় সুরিয়ো