Mahira Khan: 'চাটুকার', শাহরুখের প্রশংসা করায় অভিনেত্রী মাহিরা খানকে আক্রমণ পাকিস্তানে

শাহরুখের প্রশংসা করায় যেভাবে মাহিরা খানকে আক্রমণ করায়, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। শাহরুখ খানের সঙ্গে রইসে অভিনয় করেন মাহিরা খান। সেই কারণেই তিনি জানেন এসআরকে-র ব্যবহার কেমন। সহঅভিনেতা থেকে স্পট বয়, প্রত্যেকের সঙ্গে শ্যুটিংয়ে ভাল ব্যবহার করেন শাহরুখ খান। এমনই মন্তব্য করেন মাহিরা।

Shah Rukh Khan, Mahira Khan (Photo Credit: Instagram)

শাহরুখ খানের প্রশাংসা করায় আক্রমণের মুখে মাহিরা খান।পাকিস্তানি অভিনেত্রী কেন শাহরুখের প্রশংসা করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। শাহরুখের চাটুকার বলে আক্রমণ করা হয় মাহিরা খানকে। এমনকী ভারতীয় অভিনেতাদের অর্থ না পেলে মাহিরাদের জীবন পূর্ণ হচ্ছে না বলেও আক্রমণ করেন পাক সেনেটর। মাহিরা খানের লাজলজ্জা নেই বলেও আক্রমণ করে আফনান।

শাহরুখের প্রশংসা করায় যেভাবে মাহিরা খানকে (Mahira Khan) আক্রমণ করায়, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে রইসে অভিনয় করেন মাহিরা খান। সেই কারণেই তিনি জানেন এসআরকে-র ব্যবহার কেমন। সহঅভিনেতা থেকে স্পট বয়, প্রত্যেকের সঙ্গে শ্যুটিংয়ে ভাল ব্যবহার করেন শাহরুখ খান। এমনই মন্তব্য করেন মাহিরা। শাহরুখ যত বড় অভিনেতাই হন না কেন, তিনি যেন মাটির মানুষ বলে প্রশংসা করেন মাহিরা। শাহরুখ প্রশংসার পরই মাহিরা আক্রমণ করেন পাক সেনেটর।

 



@endif