SCO Summit: পাকিস্তানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিবাদে ইমরান খানের পিটিআই

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বৈঠক বসবে, তার বিরুদ্ধে সুর চড়াচ্ছে ইমরান খানের দল পিটিআই। ইমরান খানের দলের তরফে এই বৈঠক বাতিলের ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক দলগুলির মধ্যে ফের পারদ চড়তে শুরু করেছে।

S Jaishankar (Photo Credit: Instagram)

দিল্লি, ১৫ অক্টোবর: মঙ্গলবার পাকিস্তানে (Pakistan) পৌঁছচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ১৫ অক্টোবর পাকিস্তানে যাচ্ছেন বিদেশমন্ত্রী। সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের (SCO) বৈঠকের জন্যই মঙ্গলবার পাকিস্তানে হাজির হচ্ছেন বিদেশমন্ত্রী। ইসলামাবাদে (Islamabad) উচ্চ পর্যায়ের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক উপলক্ষ্যে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সুষমা স্বরাজের পর এবার ফের ভারতের (India) কোনও বিদেশমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন।

ইসলামাবাদে যে ২ দিনের বৈঠক বসছে, সেখানে অর্থনীতি, সমাজনীতি, আর্থ-সামাজিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত এর আগে বিলাওয়াল ভুট্টো ভারতে হাজির হয়েছেন। এসসিও সম্মেলনে গোয়ায় হাজির হন বিলাওয়াল।