SCO Meeting: অক্টোবরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের

গত বছর ভারতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে ভারত ওই বৈঠকের আয়োজন করে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভিডিয়ো লিংকের মাধ্য়মে যোগ দেন।

Narendra Modi, Shehbaaz Sharif (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ অগাস্ট: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে ভারতকে (India) আমন্ত্রণ জানাল পাকিস্তান (Pakistan)। এমনই জানানো হয় পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে। আগামী অক্টোবরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বৈঠক রয়েছে, সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আমন্ত্রণ জানানো হয় ইসলামাবাদের তরফে। প্রসঙ্গত ১৫ এবং ১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক রয়েছে। সেখানেই ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানান পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ। পাকিস্তানের তরফে ভারতকে আমন্ত্রণ জানানো হলেও, দিল্লি (Delhi) এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত।

গত বছর ভারতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে ভারত ওই বৈঠকের আয়োজন করে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভিডিয়ো লিংকের মাধ্য়মে যোগ দেন।

এরপর ২০২৩ সালে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি ভারতে আসেন বৈঠকের জন্য। দীর্ঘ ১২ বছর পর ২০১৩ সালে কোনও পাকিস্তানি বিদেশমন্ত্রী ভারতে আসেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে।