Putin invites PM Modi: মোদী আমার ভালো বন্ধু, ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য নমোকে আমন্ত্রণ পুতিনের
আগামী অক্টোবর মাসেই রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। আর এই সম্মেলনে ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি থাকতে চলেছে ভারতও।
আগামী অক্টোবর মাসেই রাশিয়ায় (Russia) অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। আর এই সম্মেলনে ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি থাকতে চলেছে ভারতও। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠিয়েছে মস্কো। সম্প্রতি এই ব্রিকস সম্মেলন নিয়ে অংশগ্রহণকারী দেশগুলির নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠককও হয় রাশিয়ায়। যেখানে ভারতের হয়ে উপস্থিত ছিলেন অজিক দোভাল। আর এই বৈঠকের মাঝে দোভালের সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এবার জানা যাচ্ছে, আগামী ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে চান পুতিন।
বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে নিজে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন। তিনি বলেন, আশা করছি কাজানে মোদী আসবেন। ২২ অক্টোবর আমি ওনারে দ্বিপাক্ষিক বৈঠক করার পরামর্শ দিচ্ছি যাতে তাঁর মস্কো সফরের মধ্যেই দুই দেশে একাধিক গৃহীত ও নতুন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এবং অদূর ভবিষ্যতের জন্য কিছু সম্ভাবনার রূপরেখা তৈরি হয়। অনুগ্রহ করে এই আমন্ত্রণ গ্রহণ করুন এবং আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অনেক শুভেচ্ছা রইল।