Russia-Ukraine War: রাশিয়ার হামলা, ভূতুড়ে শহরে পরিণত হচ্ছে ইউক্রেনের একাধিক জায়গা

বরোদাঙ্কা, দোনেৎস্কসহ ইউক্রেনের একাধিক শহর জনমানুষহীন হয়ে পড়তে শুরু করেছে। কোথাও পোড়ো বাড়ি দাঁড়িয়ে আবার কোথাও আকাশ থেকে বোমারু বিমানের বোমাবর্ষণের জেরে দাউ দাউ করে বহুতল জ্বলতে শুরু করেছে। প্রসঙ্গত কিভ থেকে ৪০ কিলোমিটার দূরে বরোদাঙ্কা শহর।

Russia-Ukraine War (Photo Credit: Twitter/ANI)

কিভ, ৪ মার্চ:  ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) হামলা নবম দিনে পড়ল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর সে দেশের একাধিক জায়গা যেন ভূতুড়ে শহরে পরিণত হতে শুরু করেছে। রাশিয়ার হামলার নবম দিনে ইউক্রেনের একাধিক শহরের কোথাও বহুতল ভেঙে পড়ছে, তেমনি কোথাও প্রাণ হাতে করে নিয়ে মানুষকে পালাতে দেখা যাচ্ছে। ইউক্রেনের রাজধানী কিভ থেকে ২০ কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যার জেরে কয়েক হাজার মানুষের নিহত হওয়ার খবর মিলছে। আবার কখনও একের পর এক ইউক্রেনিয়ানের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বরোদাঙ্কা,  দোনেৎস্কসহ ইউক্রেনের একাধিক শহর জনমানুষহীন হয়ে পড়তে শুরু করেছে। কোথাও পোড়ো বাড়ি দাঁড়িয়ে আবার কোথাও আকাশ থেকে বোমারু বিমানের বোমাবর্ষণের জেরে দাউ দাউ করে বহুতল জ্বলতে শুরু করেছে। প্রসঙ্গত কিভ থেকে ৪০ কিলোমিটার দূরে বরোদাঙ্কা শহর।

আরও পড়ুন:  Russia-Ukraine War: পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার অর্থ যুদ্ধপরাধ, রাশিয়াকে তীব্র আক্রমণ আমেরিকার

এদিকে শুক্রবার ইউরোপের (Europe) সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল করে রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার দখলের পর সেই ঘটনাকে যুদ্ধপরাধ বলে তীব্র আক্রমণ করে আমেরিকা (America)।