Russia-Ukraine War: রাশিয়ার একটানা হামলা, ইউক্রেনের রাজধানী কিভ যেন এখন মরু শহর, দেখুন
সোমবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত সুমি শহর থেকে যাতে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানো যায়, সে বিষয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলেন মোদী।
কিভ, ৭ মার্চ: রাশিয়ার হামলার পর থেকে ইউক্রেনের (Ukraine) একাধিক শহর জনমানবশূণ্য হতে শুরু করেছে। খারকিভ থেকে শুরু করে সুমি কিংবা লিভ, ইউক্রেনের একের পর এক শহরে চলছে রুশ সেনার বোমাবর্ষণ। তবে রাশিয়া (Russia) এখনও ইউক্রেনের রাজধানী কিভ (Kyiv) দখল করতে পারেনি। রুশ বোমার হামলায় খারকিভ সুমি, মরিউপল বিধ্বস্ত হলেও, কিভের নাগাল পায়নি রাশিয়া। কিভ দখল করতে না পারলেও ইউক্রেনের রাজধানী শহর ছেড়ে মানুষ পালাতে শুরু করেছেন। যার জেরে কিভ যেন মরুভূমির রূপ নিয়েছে। দেখুন ইউক্রেনের রাজধানী শহরের ছবি....
এদিকে সোমবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত সুমি শহর থেকে যাতে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানো যায়, সে বিষয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলেন মোদী।
প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গেও মোদী কথা বলবেন বলে জানা যাচ্ছে।