Russia-Ukraine War: ইউক্রেনের ৪ প্রদেশ দখলের ঘোষণা, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক NATO-র
ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ বলেন, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলি রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াক। ডোনোৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন প্রদেশ ইউক্রেনের অংশ। তাই ইউক্রেনের অংশ যাতে রাশিয়া কোনওভাবে দখল করতে না পারে, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে স্পষ্ট জানান জেনস স্টোলেনবার্গ।
ব্রাসেলস, ১ অক্টোবর: রাশিয়া (Russia) যেভাবে ইউক্রেনের (Ukraine) ৪ প্রদেশ দখল করছে, তার তীব্র বিরোধিতা করা হল ন্যাটোর তরফে। ইউক্রেনের, ডোনোৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন প্রদেশ যেভাবে মস্কোর তরফে দখল করা হয়েছে, তার তীব্র বিরোধিতা করল ন্যাটো। সেই সঙ্গে ন্যাটোর সদস্যরাও যাতে রাশিয়ার এই ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয় এবং মস্কোকে সমর্থন না করে, সে বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ন্যাটো (NATO) প্রধান জেনস স্টোলেনবার্গ বলেন, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলি রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াক। ডোনোৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন প্রদেশ ইউক্রেনের অংশ। তাই ইউক্রেনের অংশ যাতে রাশিয়া কোনওভাবে দখল করতে না পারে, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে স্পষ্ট জানান জেনস স্টোলেনবার্গ।
আরও পড়ুন: Kabul Terror Attack: কাবুলে ভয়াবহ জঙ্গি হামলা, ১০০ পড়ুয়ার মৃত্যুর কড়া নিন্দা ভারতের
শুক্রবার ক্রেমলিন উৎসবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ডোনোৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন প্রদেশকে শিগগিরই রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে। পুতিনের ওই ঘোষণার পর থেকেই বিশ্ব জুড়ে ফের তোলপাড় শুরু হয়েছে।