Russia-Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতায় প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কথা বলতে পারেন ট্রাম্পের সঙ্গে

ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে পুতিন বলেন, ‘আমি জানি না, কখন আমাদের সাক্ষাৎ হবে।

Russian President Vladimir Putin On ukraine (Photo Credit: X@Reuters)

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আলোচনা ও আপস করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পুতিন বলেছেন যে তিনি যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ইউক্রেনের বিষয়ে আপস করতে প্রস্তুত। ইউক্রেন সংঘাত নিয়ে সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে অন্য পক্ষও এর জন্য প্রস্তুত রয়েছে কি না, তার দরকারও রয়েছে। তিনি বলেন, ‘আমরা সব সময় আলোচনা ও আপসের কথা বলে আসছি।' তিনি আরও বলেন যে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য তার কোন শর্ত নেই এবং তিনি রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সহ যে কারো সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে রাশিয়ান রাষ্ট্রপতি জোর দিয়েছিলেন যে কোনও চুক্তি অবশ্যই ইউক্রেনের বৈধ কর্তৃপক্ষ দ্বারা স্বাক্ষরিত হবে, যা ক্রেমলিন বর্তমানে ইউক্রেনের সংসদ হিসাবে স্বীকৃতি দেয়।

ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে পুতিন বলেন, ‘আমি জানি না, কখন আমাদের সাক্ষাৎ হবে। তবে তিনি বৈঠকের জন্য রাজি কিন্তু কয়েক বছর ধরে তার সঙ্গে ট্রাম্পের কোন কথা হয়নি। ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তার পদ্ধতির রূপরেখা দেননি।

aid that he was ready to compromise over Ukraine in possible talks with US President-elect Donald Trump on ending the war and had no conditions for starting talks with the Ukrainian authorities https://t.co/zUHv6uqarp pic.twitter.com/IR64Sld3SG

ইউক্রেন যুদ্ধে বিজয় নিকটবর্তী কি না, এমন প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে। প্রতিদিন রুশ সেনারা এক বর্গ কিলোমিটারের মতো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। তিনি বলেন, ‘যুদ্ধ একটি জটিল বিষয়; কিন্তু আমরা বিশেষ সামরিক অভিযানে আমাদের প্রাথমিক কাজ সমাধানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’

মস্কোয় শীর্ষ স্থানীয় রুশ জেনারেল ইগর কিরিলভ গুপ্তহত্যার শিকার হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতা ছিল বলেও স্বীকার করেন পুতিন। তিনি বলেন, ‘আমাদের স্পেশাল সার্ভিস ইগরের মৃত্যু ঠেকাতে ব্যর্থ হয়েছে। এর মানে আমাদের কাজের আরও উন্নতি করতে হবে। অবশ্যই এ ধরনের সাংঘাতিক ভুল হতে দেওয়া যাবে না।’

গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, যদি রাশিয়াকে কোনো দেশ হুমকি দেয়, তাহলে রাশিয়া মনে করে, সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তার আছে।

সংবাদ সম্মেলনে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন নিয়েও কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এটি রাশিয়ার পরাজয় ছিল বলে মনে করেন না তিনি। বাশারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নিন্দা জানান পুতিন।

এদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী আরও দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গ্রাম দুটি হলো ‘জেলেনিভকা’ ও ‘নোভি কোমার’।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now