Russia Banned Drones: নিরাপত্তার কারণে ৩০টিরও বেশি অঞ্চলে ড্রোন উড়ান নিষিদ্ধ করল রাশিয়া
পুতিনের ক্রেমলিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টার পর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর মস্কোয় ড্রোন বিমান চলাচলে নিষেধাজ্ঞা
নিরাপত্তাজনিত কারণে রাশিয়ার ৩০টিরও বেশি অঞ্চল ড্রোন বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি শহরও রয়েছে। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, তাদের আকাশসীমা আগামী ১৫ মে পর্যন্ত ড্রোনের জন্য বন্ধ রাখা হয়েছে। এর আগে, একটি বিমান পরিবহন সূত্র জানিয়েছে যে সেন্ট পিটার্সবার্গে এপ্রিলের শেষ থেকে ড্রোন ফ্লাইট সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। লেনিনগ্রাদে গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেন, এই অঞ্চল ড্রোন ওড়ার ওপর নিষেধাজ্ঞা চালু করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার লেনিনগ্রাদ অঞ্চলে একটি পাওয়ার লাইন পাইলন বিস্ফোরণের পর এই নিষেধাজ্ঞা চালু করা হয়।
গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রেমলিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টার পর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর মস্কোয় ড্রোন বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশেষজ্ঞদের মতে, দেশের আরও কিছু অঞ্চলে ড্রোন বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।