IPL Auction 2025 Live

Russia-Ukraine War: নতুন ছক! ইউক্রেনের বিরুদ্ধে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়া

রাশিয়ার এই সিদ্ধান্ত পুতিনের নতুন কোন পরিকল্পনার ফসল বলে মনে করছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তাঁরা বলছেন, এই সময়সীমা নিয়ে নিজেদের কোনও নতুন কোনও ছক কষছে মস্কো। কারণ এর আগে এই ধরনের সংঘর্ষবিরতি ফাঁকে নিজেদের প্রস্তুত করেছে তারা। তারপর দ্বিগুণ আক্রমণ চালিয়ে ইউক্রেনের মাটিতে।

ভ্লাদিমির পুতিন (Photo Credit: Instagram)

মস্কো: নতুন কোনও ছক (Plan) কষছে যুদ্ধবাজ পুতিন (Putin)! না হলে আচমকা তাঁর কি সুমতি হল! না হলে ১০ মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে আচমকা সংঘর্ষবিরতির ঘোষণা করল রাশিয়া (Russia)।

প্রেস ট্রাস্ট ব্যুরোর (PIB) টুইটার পেজ থেকে সাম্প্রতিক প্রকাশিত টুইট অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) দেশের সেনাবাহিনীকে (Army) নির্দেশ দিয়েছেন (Orders ) শুক্রবার দুপুর পর্যন্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ স্থগিত করতে হবে। সংঘর্ষবিরতি (Cease-fire) সময়সীমা থাকবে ৩৬ ঘণ্টা। আরও পড়ুন: Iraq Viral Video: পোশাক 'সঠিক' নয়, ইরাকে কিশোরীকে ঘিরে ধরল উন্মত্ত জনতা, দেখুন ভিডিয়ো

রাশিয়ার এই সিদ্ধান্ত পুতিনের নতুন কোন পরিকল্পনার ফসল বলে মনে করছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তাঁরা বলছেন, এই সময়সীমা নিয়ে নিজেদের কোনও নতুন কোনও ছক কষছে মস্কো। কারণ এর আগে এই ধরনের সংঘর্ষবিরতি ফাঁকে নিজেদের প্রস্তুত করেছে তারা। তারপর দ্বিগুণ আক্রমণ চালিয়ে ইউক্রেনের মাটিতে। আরও পড়ুন: COVID 19: তথ্য গোপণ, করোনা পরিস্থিতিতে চিনের মানুষের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ হু-এর