Pune: বিলাসবহুল গাড়ি দিয়ে ২ জনকে পিষে মারল ১৭ বছরের নাবালক
উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে গাড়ির চালককে। তারপর তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ২৭৯, ৩০৪ (A), ৩৩৭ ও ৩৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুনেঃ রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। ২ জনকে পিষে দিল একটি বিলাসবহুল গাড়ি। ঘটনাটি ঘটেছে পুনের কল্যাণী নগরের কাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর। গ্রেফতার গাড়ি চালক। তাঁর বয়স মাত্র ১৭। পরশে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এই ঘটনাটি ঘটার পর উত্তেজিত জনতা তাঁকে বেধড়ক মারধর করে।
জানা গিয়েছে, ভোর ৩.১৫ নাগাদ অনিশ আওয়াদিয়া ও অশ্বিনি কস্টা নামে দুই ব্যাক্তি একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মোটরসাইকেলে ছিলেন তাঁরা। সেই সময় বেদান্ত আগারওয়াল নামে ১৭ বছরের এক নাবালক পরশে গাড়ি দিয়ে তাঁদের ধাক্কা মারে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান অনিশ ও অশ্বিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে গাড়ির চালককে। তারপর তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ২৭৯, ৩০৪ (A), ৩৩৭ ও ৩৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।