G20 Summit 2024: জি২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌঁছলেন মোদী, দেখুন ভিডিয়ো

ত্রিদেশীয় সফরে মোদীর পরবর্তী গন্তব্য আমেরিকার গায়ানা। প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে পার্লামেন্টে বক্তৃতা করবেন মোদী।

ব্রাজিলে পৌঁছলেন মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ নাইজেরিয়ার(Nigeria) আবুজা(Abuja) থেকে ব্রাজিলের(Brazil) উদ্দেশে রওনা হয়েছিলেন। অবশেষে রিও ডি জেনেরিওতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সোম সকালে রিও ডি জেনেরিও শহরে পা রাখেন তিনি। ১৯তম জি২০ শীর্ষ সম্মেলনে(G20 Summit 2024) যোগ দিতেই মূলত ব্রাজিলে গিয়েছেন মোদী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ১৮-১৯ নভেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ওই সম্মেলনে শামিল হবেন। প্রথা মেনে এ বারের শীর্ষবৈঠকের আয়োজক দেশ ব্রাজিল। এ দিন ব্রাজিলের মাটিতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ব্রাজিলে পৌঁছে এক্স হ্যান্ডেলে টুইট করেন, "জি ২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছেছি। বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাপ এবং কর্মসূচীর দিকে তাকিয়ে আছি।" ত্রিদেশীয় সফরে মোদীর পরবর্তী গন্তব্য আমেরিকার গায়ানা। প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে পার্লামেন্টে বক্তৃতা করবেন মোদী। যোগ দেবেন ভারতীয় বংশোদ্ভূতদের সভাতেও।১৯৬৮ সালের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গয়ানা সফরে যাচ্ছেন।

জি২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌঁছলেন মোদী, দেখুন ভিডিয়ো

ব্রাজিলে পৌঁছে মোদীর টুইট