Afghan Refugee: অমিতাভ বচ্চন না আফগান শরণার্থী? ছবি দেখে একের পর এক প্রশ্ন নেট জনতার

'ঠাগস অফ হিন্দোস্তানে' অমিতাভ বচ্চনের যে লুক ছিল, তার সঙ্গে স্টিভের তোলা শরণার্থীর ছবির অনেক মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন অনেকে। মঙ্গলবার স্টিভের ওই ছবি প্রকাশ্যে আসতেই ৭৫ হাজার লাইক পড়ে যায়।

Portrait Of Afghan Refugee (Photo Credit: Instagram)

আফগানি শরণার্থী ( Afghan Refugee) না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)? কে এই ব্যক্তি? সম্প্রতি একটি ছবি দেখে এমনই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র গ্রাহক স্টিভ ম্যাককারি পাকিস্তানে আশ্রয় নেওয়া এক আফগান শরণার্থীর ছবি তোলেন। মাথায় পাগড়ি বাধা ওই শরণার্থীর চোখে চশমা আঁটা। স্টিভ ম্যাককারির তোলা ওই ছবির সঙ্গে অনেকেই অমিতাভ বচ্চনের মিল খুঁজে পাচ্ছেন বলে মন্তব্য করেন।

'ঠাগস অফ হিন্দোস্তানে' অমিতাভ বচ্চনের যে লুক ছিল, তার সঙ্গে স্টিভের তোলা শরণার্থীর ছবির অনেক মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন অনেকে। মঙ্গলবার স্টিভের ওই ছবি প্রকাশ্যে আসতেই ৭৫ হাজার লাইক পড়ে যায়। সেখানেই অনেকে মন্তব্য করেন, স্টিভ যাঁর ছবি তুলেছেন, তিনি কি আদতে বিগ বি?

আরও পড়ুন:  Raksha Bandhan Trailer: ৪ বোনের চাপে জর্জরিত অসহায় দাদা, দেখুন অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধনের' ট্রেলার

 

View this post on Instagram

 

সবকিছু মিলিয়ে স্টিভ ম্যাককারির ছবি দেখে তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের চেহারার মিল পেয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেন।



@endif