France: ফ্রান্সে ইহুদিদের সিনাগগের সামনে বিস্ফোরণ, আহত এক পুলিশকর্মী, তদন্তে স্থানীয় প্রশাসন

শনিবার সকালে (স্থানীয় সময়) ফ্রান্সে ইহুদিদের ধর্মীয়স্থানের সামনে হল ভয়াবহ বিস্ফোরণ। জানা যাচ্ছে, একটি গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা হয়ছিল।

শনিবার সকালে (স্থানীয় সময়) ফ্রান্সে ইহুদিদের ধর্মীয়স্থানের সামনে হল ভয়াবহ বিস্ফোরণ। জানা যাচ্ছে, একটি গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা হয়ছিল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ফ্রান্সের লা গ্র্যান্ডে-মোতের এলাাকায় অবস্থিত একটি সিনাগগে (Synagogue)। এই ঘটনার সময় সিনাগগে সেরকম ভিড় ছিল না, ফলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী ছাড়া সেভাবে কেউ আহত হননি। আহত পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনাটির পর কোনও জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার করেননি, তবে গাজার ওপর ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

এই ঘটনার কড়া নিন্দা করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল। তিনি এক্স হ্যাণ্ডেলে টুইট করে বলেছেন, শনিবার সকালে সিনাগগে যে হামলা চালানো হয় তার কড়া নিন্দা জানাই। আমরা ইহুদিদের পাশে রয়েছি। কেউ আতঙ্কিত হবেন না। ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। আমরা জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরদের নির্দেশ দিয়েছি যে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে। আহত পুলিশকর্মীর দ্রুত আরোগ্য কামনা করছি।