Narendra Modi: 'আমায় বাঁচান', মোদীর কাছে কাতর আর্জি পাক অধিকৃত কাশ্মীরের গণধর্ষিতার

পাক অধিকৃত কাশ্মীরের ওই নির্যাতিতা বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইছেন। তাঁদের যাতে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, সে বিষয়ে আবেদন করেন নির্যাতিতা।

POK Girl, PM Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১২ এপ্রিল:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাহায্য চাইলেন পাক অধিকৃত কাশ্মীরের এক গণধর্ষিতা (Rape Survivor )। একটি ভিডিয়ো শেয়ার করে পাক অধিকৃত কাশ্মীরের ওই নির্যাতিতা প্রধানমন্ত্রী মোদীর সাহায্য চান। তিনি বলেন, গত ৭ বছর ধরে তিনি বিচার চাইছেন। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রশাসন যেমন তাঁকে সুবিচার দিতে পারেনি, তেমনি, তাঁকে নিরাপত্তা দিতেও তারা ব্যর্থ। ফলে তাঁর সন্তান-সহ গোটা পরিবার এখন খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই নির্যাতিতা।

পাক অধিকৃত কাশ্মীরের (PoK) ওই নির্যাতিতা বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইছেন। তাঁদের যাতে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, সে বিষয়ে আবেদন করেন নির্যাতিতা। পাক অধিকৃত কাশ্মীরের ওই নির্যাতিতা অএবং সন্তানদের যাতে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, সে বিষয়ে আবদেন জানান তিনি।

আরও পড়ুন:  New York: নিউ ইয়র্কের ব্রুকলিনে বন্দুকবাজের হামলা, আতঙ্ক মার্কিন মুলুকে

নির্যাতিতা বলেন, পাক অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রশাসনের একাংশ তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। তাঁর সন্তানদের প্রাণ রক্ষা করতে ভারতের প্রধানমন্ত্রী যাতে হাত বাড়িয়ে দেন, সেই আবেদন করেন ওই মহিলা।