Bangladesh: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্রমশ বাড়ছে সংক্রমণ। যার জেরে বড়সড় সিদ্ধান্ত নিল হাসিনা সরকার। সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার ঢাকায় শেখ হাসিনা (PM Sheikh Hasina) তাঁর নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং মারফত একথা জানান।

(Photo Credits: ANI)

ঢাকা, ২৭ এপ্রিল: ক্রমশ বাড়ছে সংক্রমণ। যার জেরে বড়সড় সিদ্ধান্ত নিল হাসিনা সরকার। সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার ঢাকায় শেখ হাসিনা (PM Sheikh Hasina) তাঁর নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং মারফত একথা জানান।

শেখ হাসিনা বলেন, 'মহামারী নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা-প্রতিষ্ঠান। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলিও ধাপে ধাপে খোলা হবে।' তিনি আরও বলেন, এই মুহূর্তে সাধারণ মানুষের জীবন বাঁচানো অনেকবেশি গুরুত্বপূর্ণ। যেকোনওভাবে আমাদের এই লড়াইয়ে জয়ী হতেই হবে। আরও পড়ুন: Kolkata: সোশ্যাল ডিসট্যান্সিংকে থোড়াই কেয়ার, হটস্পট রাজাবাজারে উপচে পড়ছে ভিড় 

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। সরকারি নথি অনুযায়ী, মৃতের সংখ্যা ১৪৫। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। এরপর লকডাউনের পথে এগোয় গোটা দেশ।