PM Modi's US Visit: জো বাইডেনের একান্ত নৈশভোজে যোগ প্রধানমন্ত্রী মোদীর
মার্কিন সফরে হাজির হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন টেসলা সিইও এলন মাস্ক। মোদীর সঙ্গে মাস্কের বৈঠকের পর টেসলা সিইও নিজেকে মোদীর ভক্ত বলে মন্তব্য করেন।
নিউ ইয়র্ক, ২২ জুন: মার্কিন সফরে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আমন্ত্রণে হাজির হন। মার্কিন প্রেসিডেন্ট যে নৈশভোজের আয়োজন করেন, সেখানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী মোদী ওয়াশিংটন ডিসিতে পৌঁছন। এক নাগাড়ে বৃষ্টির মাঝেই আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং দেওয়া হয় গার্ড অফ অনার। প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর নিয়ে উচ্ছ্বসিত সেখানকার প্রবাসী ভারতীয়রা। আন্তর্জাতিক যোগ দিবসের আগে তাই নিই ইয়র্কে রাষ্ট্রসংঘের চত্বরে ভারত মাতা কী জয় স্লোগান দেন সেখানে বসবাসকারী ভারতীয়রা।
আরও পড়ুন: PM Modi-led Yoga Event: মোদীর সফরে নিউ ইয়র্কে 'ভারত মাতা কী জয়' বলে উঠল স্লোগান
মার্কিন সফরে হাজির হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন টেসলা সিইও এলন মাস্ক। মোদীর সঙ্গে মাস্কের বৈঠকের পর টেসলা সিইও নিজেকে মোদীর ভক্ত বলে মন্তব্য করেন। পাশাপাশি এবার টেসলা ভারতে হাজির হবে বলেও জানান মার্কিন ধনকুবের।