Kazakhstan Plane Crash: কাজাখস্তানে ১১০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
বিমানটি দ্রুত মাটির দিকে নেমে আসছে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি।
নয়াদিল্লিঃ বড়দিনে ভয়াবহ বিমান(Plane) দুর্ঘটনা(Accident)। ১১০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। বিমানটি ভেঙে পড়া মাত্রই আগুনের লেলিহান শিখায় গ্রাস করে গোটা বিমানটি। ঘন কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় ধ্বংসাবশেষ। যাত্রীদের কয়েক জন বেঁচে থাকলেও থাকতে পারেন বলে আশাবাদী কাজাখস্তানের জরুরি বিভাগ মন্ত্রক। দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।
বড়দিনে বিমান দুর্ঘটনা
রুশ সংবাদ সংস্থা সূত্রে খবর, বিমানটি আজেরবাইজান এয়ারলাইন্সের। বাকু থেকে গ্রোজনি যাচ্ছিল সেটি। বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং পাঁচ জন বিমানকর্মী ছিলেন। বিমান দুর্ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানটি দ্রুত মাটির দিকে নেমে আসছে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। ভিডিয়োতে প্রচণ্ড জোর বিস্ফোরণের শব্দ আসছে। এর পর বাতাসে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ।
কাজাখস্তানে ১১০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান