Pepsi To Layoff: এবার কর্মী ছাঁটাই পেপসি-তে, ১০০-র বেশি কর্মী হারাচ্ছেন কর্মসংস্থান
এবার কর্মী ছাঁটাইয়ের দৌড়ে পেপসি (PepsiCo)। সংস্থার ১০০ কর্মী হারাতে চলেছে কর্মসংস্থান। পেপসির হেড কোয়াটার থেকে ছাঁটাই করা হবে কর্মী। যদিও পেপসির প্রতিনিধি মিডিয়া সংস্থা সিএনবিসি (CNBC) এই প্রসঙ্গে কোনরূপ মন্তব্য করতে অস্বীকার করেছেন।
দেখুন টুইটঃ
বিগত দুই বছরে করোনা অতিমারির (Covid 19) আবহ এবং তার পরবর্তী সময়ে জুড়ে চলতে থাকা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বিশ্বের ছোট বড় নানা সংস্থায়। ফলে কর্মী ছাঁটাই ছিল সেই সংস্থা গুলোর পুরনায় মাথা তুলে দাঁড়ানোর একমাত্র পথ। ফেসবুক (Facebook), টুইটার (Twitter) থেকে শুরু করে অ্যামাজন (Amazon), মাইক্রোসফটের (Microsoft) মতো নামীদামী সংস্থা গুলো কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। এবার সেই পথে এগোচ্ছে পেপসিও (PepsiCo)। সংস্থা এবং সংস্থার কাজকর্ম মসৃণ ভাবে চালানোর জন্যেই কর্মী ছাঁটাইয়ের সংস্থার তালিকায় যুক্ত হয়েছে পেপসির নাম।
এখনও অবধিও পেপসি কোম্পানিতে (PepsiCo) বিশ্বব্যাপী মোট ৩০৯,০০০ জন কর্মী কাজ করছেন। যাদের ৪০ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।