IPL Auction 2025 Live

Pakistan: ভারতে সংসার করতে চান, পাকিস্তানি শিক্ষিকার আবেদন হাই কমিশনে

পাকিস্তানের করাচির বাসিন্দা সুমন রনতিলালের সঙ্গে পরিচয় হয় গুরুদাসপুরের বাসিন্দা অমিত শর্মার।

ফাইল ছবি

ইসলামাবাদ, ২৬ জুন: গত এক বছর ধরে বন্ধুর সঙ্গে দেখা করতে পারেননি। ২০১৯ সালে বন্ধু অমিত শর্মার সঙ্গে দেখা করার পর থেকে আর দেখতে পাননি তাঁকে। তাই এবার ভারতীয় হাই কমিশন যাতে তাঁর ভিসার আবেদন মঞ্জুর করে, সেই প্রার্থনা করছেন পাকিস্তানের (Pakistan) সুমন রনতিলাল।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের করাচির বাসিন্দা সুমন রনতিলালের সঙ্গে পরিচয় হয় গুরুদাসপুরের বাসিন্দা অমিত শর্মার। করাচির (Karachi) শিক্ষিকা সুমনের সঙ্গে অমিতের পরিচয় হয়।

আরও পড়ুন: Madan Mitra: পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিক্সা টেনে প্রতিবাদ মদন মিত্রের, দেখুন

২০১৯ সালের সেপ্টেম্বরে অমিতের সঙ্গে পরিচয় হলেও, তাঁরা বছরভর দেখা করতে পারেননি। সেই কারণে এবার ভারতীয় (india) হাই কমিশন যাতে সুমনের ভিসার অনুমতি দেয়, সেই আবেদনই করলেন পাকিস্তানের ওই বাসিন্দা। ফলে পাকিস্তানে থেকেই তিনি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে কথা বলেন সুমন নামের ওই শিক্ষিকা। পাশাপাশি এবার তাঁরা বিয়ে করে সংসারও করতে চান বলে জানান সুমন।