Rahat Fateh Ali Khan: দুবাইতে গ্রেফতার রাহাত ফতেহ আলি খান? ভিডিয়ো করে কী জানালেন পাকিস্তানি গায়ক
সলমন আহমেদ দুবাই পুলিশের কাছে রাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে শুধু গায়কের প্রাক্তন ম্যানেজারই নন, রাহাতও সলমন আহমেদের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেন।
দিল্লি, ২৩ জুলাই: দুবাইতে (Dubai) গ্রেফতার হননি রাহাত ফতেহ আলি খান (Rahat Fateh Ali Khan )। দুবাইতে অনুষ্ঠানের জন্য হাজির হয়েছেন। সেখানে তিনি সুরক্ষিত। তাঁর গ্রেফতারি নিয়ে যে খবর ছড়ানো হয়, তা পুরোপুরি মিথ্যে। তিনি গ্রেফতার হননি বলে স্পষ্ট জানান পাকিস্তানে জনপ্রিয় গায়ক। পাশাপাশি কোনও ধরনের মিথ্যে খবর বা গুঞ্জনে বিশ্বাস করবেন না বলেও আবেদন করেন রাহাত ফতেহ আলি খান।
রিপোর্টে প্রকাশ, কয়েক মাস আগে রাহাত ফতেহ খালি খান তাঁর তৎকালীন ম্যানেজার সলমন আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করেন। তখন থেকে গায়কের সঙ্গে তাঁর প্রাক্তন ম্যানেজারের বিবাদ শুরু হয়।
আরও পড়ুন: Rahat Fateh Ali Khan Arrested: গ্রেফতার রাহাত ফতেহ আলি খান, দুবাই পুলিশের হেফাজতে পাকিস্তানি গায়ক
এরপর সলমন আহমেদ দুবাই পুলিশের কাছে রাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে শুধু গায়কের প্রাক্তন ম্যানেজারই নন, রাহাতও সলমন আহমেদের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেন। যার জেরে এবার দুবাইতে অনুষ্ঠানে জন্য গেলে সেখান থেকে রাহাত ফতেহি আলি খানকে গ্রেফতার করা হয় বলে খবর ছড়ায়।
যে খবর ছড়াতেই সোম রাতে ভিডিয়ো করে গ্রেফতারির খবর নস্যাৎ করে দেন পাকিস্তানি (Pakistan) গায়ক।
দেখুন ভিডিয়ো...
View this post on Instagram