Pakistani TikTok Star Minahil Malik: টিকটক স্টার মিনাহিল মালিকের অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল, 'আর কত নীচে নামবেন?' প্রশ্ন পাক অভিনেত্রীর

মিশি দাবি করেন, মিনাহিল মালিক বলিউডি সিনেমা থেকে প্রভাবিত। করিনা কাপুর খানের হিরোইন সিনেমার প্লট অনুসরণ করে তিনি নিজের ভিডিয়ো ভাইরাল করে এখন অস্বীকার করছেন।

TikTok star Minahil Malik (Photo Credit: Instagram)

দিল্লি, ৩০ অক্টোবর: পাকিস্তানি (Pakistan) টিকটকার মিনাহিল মালিককে (TikTok Star Minahil Malik) নিয়ে চর্চা তুঙ্গে অন্তর্জালে। সম্প্রতি মিনাহিল মালিকের একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video)  হয়। অন্তরঙ্গ ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মিনাহিল দাবি করেন, ওই ভিডিয়ো তাঁর নয়। ভুয়ো ওই ভিডিয়োর সঙ্গে তাঁর জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। মিনাহিল মালিককে নিয়ে অন্তর্জালে যখন জোর চর্চা শুরু হয়েছে, তখন বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানি অভিনেত্রী মিশি খান।

মিশি দাবি করেন, মিনাহিল মালিক বলিউডি সিনেমা থেকে প্রভাবিত। করিনা কাপুর খানের হিরোইন সিনেমার প্লট অনুসরণ করে তিনি নিজের ভিডিয়ো ভাইরাল করে এখন অস্বীকার করছেন। জনপ্রিয়তা পাওয়ার জন্য মিনাহিল মালিক আর কত নীচে নামবেন বলেও প্রশ্ন তোলেন পাক অভিনেত্রী মিশি খান (Mishi Khan)।

অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল হতেই মিনাহিল মালিক কী বললেন শুনুন...

 

মিশি আরও বলেন, পরিবার, সমাজ কোনও কিছু খেয়াল করেন না ইনফ্লুয়েন্সাররা। জনপ্রিয়তার লোভে এরা নিজেদেরকে একেবারে নীচে নামিয়ে আনছেন বলেও অভিযোগ করেন পাকিস্তানি অভিনেত্রী।

 



@endif