Imran Khan: ইমরান খানের বাড়ি লক্ষ্য করে গুলি পাকিস্তানি পুলিশ ও রেঞ্জারদের, কর্মী-সমর্থকদের কাছে সাহায্য প্রার্থনা PTI-এর

এপ্রসঙ্গে বুধবার পিটিআই-এর চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেন, ইসলামাবাদের পুলিশের আসল উদ্দেশ্য তাঁকে গ্রেফতার করা নয়। তাঁকে অপহরণ করে খুন করতেই তারা চায়।

Photo Credit: Instagram

লাহোর: ফের পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan's Former Prime minister) ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পার্টির প্রধান (Pakistan Tehreek-e-Insaf's Chief) ইমরান খানকে (Imran Khan) গ্রেফতারের (arrest) চেষ্টা চালাচ্ছে শাহবাজ শরিফের সরকার। দেশের সম্পত্তি বেআইনি ভাবে বেচে দেওয়ার অভিযোগে ইমরানকে জেলে পুরতে চাইছে তারা। সেই কারণে বুধবার সকাল থেকেই লাহোরে (Lahore) ইমরান খানের বাড়ির সামনে জড়ো হতে থাকে পাকিস্তানি পুলিশ(Pakistani Police) ও এলিট রেঞ্জার ফোর্সের (Elite Rangers Forces) সদস্যরা।

শুধু তাই নয়, তারা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে বেশ কিছুক্ষণ গুলি (firing) ছোঁড়ে বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পার্টির তরফে তাদের সমস্ত কর্মী ও সমর্থকদের তড়িঘড়ি লাহোরের জামান পার্কে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় তোষাখানা মামলায় পুলিশ ইমরান খানকে গ্রেফতার করতে তাঁর বাড়ির সামনে আসে। এরপরই ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের তুমুল মারামারি শুরু হয়। তা এখনও চলছে বলে জানা গেছে।

এপ্রসঙ্গে বুধবার পিটিআই-এর চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেন, ইসলামাবাদের পুলিশের আসল উদ্দেশ্য তাঁকে গ্রেফতার করা নয়। তাঁকে অপহরণ করে খুন করতেই তারা চায়।

ইমরানের বাড়ির সামনে পড়ে থাকা বুলেটের খালি খোল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে পিটিআই-এর তরফে এগুলো পাকিস্তানের পুলিশের কাজ বলে অভিযোগ করা হয়েছে। ইমরান খান তাঁর সমর্থকদের কাছে সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখার আর্জি জানালে ইসলামাবাদ, পেশোয়ার, করাচি, রাওয়ালপিণ্ডি-সহ পাকিস্তানের বেশ কিছু বড় শহরে বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মানুষ। আরও পড়ুন: Bangladeshi Nobel Laureate: বাংলাদেশের নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থপাচার, ঘুষ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ