Pakistan: পাকিস্তান থেকে উঠে এল ভয়াবহ ছবি, গত ৬ মাসে পাঞ্জাবে ধর্ষণের সংখ্যা শুনলে চমকে উঠবেন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অবস্থা ক্রমাগত ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। যার জেরে গত ৬ মাসে ২ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে এই প্রদেশে।

Rape | Representational Image (Photo Credits: Pixabay)

দিল্লি, ৯ ফেব্রুয়ারি:  পাকিস্তান (Pakistan) থেকে ফের উঠে এল ভয়াবহ ছবি। পাকিস্তানে মহিলাদের অবস্থা যে ভয়াবহ, তা ফের প্রমাণিত। পড়শি দেশের শুধুমাত্র একটি প্রদেশে গত ৬ মাসে ২ হাজারের বেশি ধর্ষণের (Rape) ঘটনা ঘটেছে। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২,৪৩৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে।

ফ্রাইডে টাইমসের খবর অনুযায়ী, পাকিস্তানের পাঞ্জাব (Punjab) প্রদেশের অবস্থা ক্রমাগত ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। যার জেরে গত ৬ মাসে ২ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে এই প্রদেশে। জানা যাচ্ছে, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯০০ শিশুর যৌন হেনস্থা হয়েছে। শিশু শ্রমের জেরে যাদের উপর অত্যাচার চালানো হয়েছে, তেমন ২০৪টি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।

আরও পড়ুুন:  Hijab Row: হিজাব বিতর্কে ফল ভুগছে পড়ুয়ারা, কর্ণাটকে বন্ধ সমস্ত স্কুল, কলেজ

পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী হিসেবে পরিচিত লাহোরে ২৩৩০ জন মহিলার অপহরণের ঘটনা ঘটেছে বলে খবর। সেই সঙ্গে শুধুমাত্র লাহোরে গত ৬ মাসে ৪০০টি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। সবকিছু মিলিয়ে পাকিস্তানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে, তা প্রায় স্পষ্ট।



@endif