Pakistan General Elections: আগস্টে হতে পারে পাকিস্তানের সাধারণ নির্বাচন

জানা গেছে, বাজেটের পর আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনে রাজি হয়েছে বিরোধী দল

Pakistan Democratic Movement (PDM) (Photo Credit: Twitter)

ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একটি সরকারি দলের সঙ্গে তৃতীয় দফা সংলাপের সময় নির্বাচন আগস্ট পর্যন্ত পিছিয়ে দিতে সম্মত হয়েছে। সামা টিভির খবরে বলা হয়, গত ১৪ মে পাঞ্জাব প্রদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ক্ষমতাসীন দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এবং বিরোধী দল পিটিআই যখন সাধারণ নির্বাচনের সময় নিয়ে অচলাবস্থা নিরসনে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে, তখন উভয় পক্ষই সমঝোতার দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। দলের সিনিয়র নেতা শাহ মেহমুদ খুরেশি, ফাওয়াদ চৌধুরী এবং সিনেটর আলী জাফরের নেতৃত্বে পিটিআইয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সরকারের দলের সঙ্গে আলোচনায় অংশ নেয়। Imran Khan: ইমরান খানের জামিন বাতিলের হুঁশিয়ারি ইসলামাবাদ হাইকোর্টের

সরকারের দলে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, অর্থমন্ত্রী ইশাক দার, আইনমন্ত্রী আজম নাজির তারার, রেলমন্ত্রী খাজা সাদ রফিক, বাণিজ্যমন্ত্রী নাভিদ কামার, জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রী তারিক বশির চিমা, এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) প্রতিনিধি কিশওয়ার জাহরা। পিটিআই দল পিডিএম দলের কাছে আট দফা সুপারিশের খসড়া তুলে দেয়। সেই সঙ্গে আইনজীবীদের মাধ্যমে এই খসড়া সুপ্রিম কোর্টে পাঠাবে। জানা গেছে, বাজেটের পর আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনে রাজি হয়েছে বিরোধী দল। আলোচনার পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দার নিশ্চিত করেন যে সরকার ও বিরোধী দল উভয়ই তাদের অবস্থানের নমনীয়তা প্রদর্শন করেছে। তিনি আরও বলেন, উভয় দলই তাদের নিজ নিজ দলীয় নেতৃত্বের কাছে রিপোর্ট করবে।



@endif