Pakistan: বিয়ে বাড়িতে হামলা, নিহত পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার
এর আগে ২০১০ সালে আলাম্মা ইকবাল বিমানবন্দরে গুলি লাগে টিপুর। ওই সময় গুরুতর জখম অবস্থায় শুরু হয় টিপুর চিকিৎসা। ২০১০ সসালের গুলি চালনার ঘটনায় প্রাণে বেঁচে গেলেও, শেষ পর্যন্ত এবার নিহত হয় আমির বালাজ।
বিয়ের অনুষ্ঠানে গিয়ে গুলিবিদ্ধ পাকিস্তানের (Pakistan) কুখ্যাত গ্যাংস্টার আমির বালাজ টিপু। লাহোরে (Lahore) একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে গুলিবিদ্ধ হয় আমির বালাজ। পাকিস্তানের অন্যতম সক্রিয়া গ্যাংস্টার হিসেবে পরিচিত ছিল টিপু। তার মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত এর আগে ২০১০ সালে আলাম্মা ইকবাল বিমানবন্দরে গুলি লাগে টিপুর। ওই সময় গুরুতর জখম অবস্থায় শুরু হয় টিপুর চিকিৎসা। ২০১০ সসালের গুলি চালনার ঘটনায় প্রাণে বেঁচে গেলেও, শেষ পর্যন্ত এবার নিহত হয় আমির বালাজ।
আমির বালাজ টিপুর দাদুও নামকরা গুন্ডা হিসেবে পরিচিত ছিল। বংশ পরম্পরায় চলে আসে এই গ্যাংস্টার পরিবারের ছোট সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। আমির বালাজের উপর গুলি চালানোর পরপরই তার নিরাপত্তা রক্ষীরাও পালটা হামলা চালায়। তা সত্ত্বেও প্রাণ বাঁচেনি। ঘটনাস্থলেই নিহত হয় পাকিস্তানের এই গ্যাংস্টার।