Kulbhushan Jadhav Case: কুলভূষণ যাদব মামলায় আইনজীবী নিয়োগে ভারতকে আরও সময় দিল ইসলামাবাদ হাইকোর্ট

কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা মামলায় (Kulbhushan Jadhav Case) আইনজীবী নিয়োগের জন্য ভারতকে আরও সময় দিল ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court)। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ, বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বৃহত্তর বেঞ্চ মঙ্গলবার আইন মন্ত্রকের আবেদন গ্রহণ করেছে।

Kulbhushan Jadhav (File Photo)

ইসলামাবাদ, ৬ অক্টোবর: কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা মামলায় (Kulbhushan Jadhav Case) আইনজীবী নিয়োগের জন্য ভারতকে আরও সময় দিল ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court)। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ, বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বৃহত্তর বেঞ্চ মঙ্গলবার আইন মন্ত্রকের আবেদন গ্রহণ করেছে।

পাকিস্তানের দাবি, কুলভূষণ যাদবকে ২০১৬-র ৩ মার্চ বালুচিস্তান প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, ভারত বলছে যে নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পরে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে অংশ নিতে গিয়ে তাকে ইরান থেকে অপহরণ করা হয়েছিল। তবে পাকিস্তান এই দাবি মানতে নারাজ। ২০১৭ সালের পাকিস্তানের এক সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয়।

মঙ্গলবার শুনানিতে, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খান কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ সংক্রান্ত বিষয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে চালাচালি হওয়া চিঠিপত্র দেখান। তিনি বলেন, ভারত সরকার পাকিস্তানের চিঠিতে সাড়া দেয়নি। আর সেই কারণেই পাকিস্তান সরকার কুলভূষণের জন্য আইনজীবী নিয়োগের আবেদনটি দায়ের করেছে, যাতে সামরিক আদালতের রায় একটি উপযুক্ত ফোরামে পুনর্বিবেচনা করা যায়। আরও পড়ুন: Nobel Prize in Physics 2021 Winners: পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী ত্রয়ী- সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন, জর্জিও প্যারিসি

২০২০ সালের ২০ অগাস্ট পাকিস্তানের কাছে কুলভূষনের জন্য আইনজীবী নিয়োগ করার অনুরোধ করে ভারত। যদিও, সেই অনুরোধ কার্যত ফিরিয়ে দেয় পাকিস্তান। এরপরই ইন্টারন্য়াশনাল কোর্ট অফ জাস্টিসে যায় ভারত। কোর্ট রায় দিয়েছিল যে, কুলভূষণকে কনস্যুলার অ্যাক্সেস দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আর তারপরই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইতিমধ্যেই পাস হয় 'ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (রিভিউ অ্যান্ড রি-কনসিডারিং) অ্যাক্ট।' সেই আইন অনুযায়ী আদালতে নিজের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন কুলভূষণ যাদব। যদিও ভারত বলেছে, বিলে নানা ত্রুটি রয়েছে। পাকিস্তানকে অবশ্যই ত্রুটিগুলি দূর করতে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now