US Coronavirus Daily Death: গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনার বলি ২ হাজারেরও বেশি, থ্যাঙ্কস গিভিংয়ে লাখো আমেরিকানের মৃত্যুর আশঙ্কা

গত ২৪ ঘণ্টায় মারণ রোগ করোনা মার্কিন মুলুকে ২ হাজার জনের বেশি মানুষের প্রাণ কেড়েছে (US Coronavirus Daily Death)। গত মে মাসের পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার গ্রাসে একদিনে এত মানুষের মৃত্যু হল। এই মুহূর্তে করোনা বিধবস্ত আমেরিকার সমস্ত হাসপাতালে থিকথিকে ভিড়। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে গত মঙ্গলবার মার্কিন মুলুকে করোনার বলি ২ হাজার ১০০ জন। আরও ২ লাখ লোক করোনায় সংক্রামিত হয়েছে। থ্যাঙ্কস গিভিং ডে তে যদি সবাই মাইরে বেরিয়ে উদযাপনে মাতেন তাহলে আরও লক্ষাধিক আমেরিকান করোনার কবলে পড়তে পারেন।

করোনা যোদ্ধাদের কাজ (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ২৬ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় মারণ রোগ করোনা মার্কিন মুলুকে ২ হাজার জনের বেশি মানুষের প্রাণ কেড়েছে (US Coronavirus Daily Death)। গত মে মাসের পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার গ্রাসে একদিনে এত মানুষের মৃত্যু হল। এই মুহূর্তে করোনা বিধবস্ত আমেরিকার সমস্ত হাসপাতালে থিকথিকে ভিড়। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে গত মঙ্গলবার মার্কিন মুলুকে করোনার বলি ২ হাজার ১০০ জন। আরও ২ লাখ লোক করোনায় সংক্রামিত হয়েছে। থ্যাঙ্কস গিভিং ডে তে যদি সবাই মাইরে বেরিয়ে উদযাপনে মাতেন তাহলে আরও লক্ষাধিক আমেরিকান করোনার কবলে পড়তে পারেন। এনিয়ে ইতিমধ্যে মার্কিন নাগরিকদের সতর্ক করেছেন সেদেশের স্বাস্থ্য কর্তারা। আরও পড়ুন-Coronavirus Cases In Inda: বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯২.৬৬ লাখ

জন হপকিন্স ইউনিভার্সিটি অফ মেডিসিনের তরফে ডাক্তার তাতিয়ানা প্রোওয়েল বলেছেন, মার্কিন মুলুকের প্রত্যেকের এমনটাই মনোবাঞ্ছা যে তাঁরা এক একজন আমাদের মতো অন্তত ১০০ জনের মৃতুর জন্য দায়ী হবে। এই ধ্বংসলীলা আমাদের দেখতে হবে