IPL Auction 2025 Live

Operation Kaveri: বায়ুসেনার সি-১৩০জে হারকিউলিস বিমানের সাহায্যে অপারেশন কাবেরির দ্বিতীয় পর্যায় জেড্ডায় এল ২৫০ ভারতীয়

সুদানের সেনাপ্রধান আবদেল ফতাহ আল-বুরহান এবং আধাসেনা আরএসএফ বাহিনীর প্রধান মহম্মদ হামদান ডাগলো ওরফে হেমেত্তির বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছুঁতে চলেছে।

250 personnel from Port Sudan Photo Credit: Twitter@ANI

সোমবার সুদানে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এক টুইট বার্তায় বলেন যে ভারতীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে জাহাজ ও বিমানকে কাজে লাগানো হবে। গতকাল (২৫এপ্রিল) 'অপারেশন কাবেরি'র প্রথম পর্যায়ে ২৭৮ জন সদস্যকে নিয়ে জাহাজে করে জেড্ডার উদ্দেশ্যে রওনা হয়েছে আইএনএস সুমেধা (INS Sumedha)। দ্বিতীয় পর্যায়ে  সুদান বন্দরে অপেক্ষমান  বাকি ২৫০ জন ভারতীয়কে নিয়ে ভারতীয় বিমান বাহিনীর দুটি  আইএ এফ সি-১৩০ জে ( IAF C-130 J) হারকিউলিস বিমানের সাহায্যে তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেখুন সেই ছবি-

 সুদানের খার্তুম বন্দরে সোমবার প্রায় ৫০০ জন ভারতীয় উপস্থিত হয়েছিলেন। দুই পর্যায়ে তাদেরকে জেড্ডায় আনার কাজ সফল হয়েছে। তবে মঙ্গলবার সেই সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্রের খবর। সুদানের সেনাপ্রধান আবদেল ফতাহ আল-বুরহান এবং আধাসেনা আরএসএফ বাহিনীর প্রধান মহম্মদ হামদান ডাগলো ওরফে হেমেত্তির বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছুঁতে চলেছে। এই পরিস্থিতিতে শুধু বিদেশি নাগরিকেরাই নয়, রাজধানী খার্তুম এবং তার ‘যমজ শহর’ ওমদুরমান-সহ সুদানের বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষও পালাতে শুরু করেছেন। এদের মধ্যে যেমন বৃদ্ধরা রয়েছেন তেমনি শিশুরাও রয়েছেন।

অপারেশন কাবেরী দ্বিতীয় পর্বে  ভারতীয় নাগরিকদের সুদান থেকে সৌদি আরবের জেদ্দায় সরিয়ে নেওয়ার সময় ভারতীয় বায়ুসেনার গরুড় স্পেশাল ফোর্সের অফিসারকেদেখা গেল  নিজের কোলে একটি শিশুকে নিয়ে যেতে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবিও-