Condoms Costs More Than A Brand New Television?: 'ব্র্যান্ডেড' টিভির চেয়েও বেশি কন্ডোমের দাম? শুনলে অবাক হবেন
ভেনেজুেলায় গর্ভপাত নিষিদ্ধ। তাই সে দেশে কন্ডোমের পাশাপাশি গর্ভ নিরোধক ওষুধ খুঁজে পেতেও মানুষকে বেগ পেতে হয়। ওষুধের দোকান থেকে সুপার মার্কেট প্রায় কোথাও কন্ডোম বা গর্ভ নিরোধক ওষুধ খুব বেশি মেলে না ভেনেজুয়েলায়।
অনিয়ন্ত্রিত গর্ভধারণ থেকে রক্ষা পেতে কন্ডোমের বিকল্প নেই। গর্ভ নিরোধক ওষুধ খেয়ে আপনি অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করতেই পারেন কিন্তু সবচেয়ে স্বাস্থ্য সম্মত উপায় কন্ডোম। তাইতে বিশ্বের যে কোনও প্রান্তে কন্ডোম খুব সহজেই আপনি হাতের কাছে পাবেন। বিশেষ করে ওষুধের দোকানগুলিতে। কিন্তু ভেনেজুয়েলার চিত্রটা একেবারে অন্যরকম। এখানে কন্ডোমের দাম শুনলে আকাশ ভেঙে পড়তে পারে আপনার মাথায়। হ্যাঁ ঠিকই পড়ছেন। ভেনেজুয়েলায় এক প্যাকেট কন্ডোমের দাম ভারতীয় মূল্যে ৬০ হাজার। কি অবাক লাগছে শুনতে? তবেই এটাই চরম সত্য ভেনেজুয়েলায় (Venezuela) । এই দেশে এক প্যাকেট কন্ডোমের (Condom) দাম ৬০ হাজার টাকা বলে সাধারণ মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে এই দ্রব্য। তবে ভেনেজুয়েলা সরকার যতই কন্ডোমের মূল্যবৃদ্ধি করুক না কেন, প্রত্যেকটি ওষুধের দোকানের বাইরে লম্বা লাইন দেখা যায়। কন্ডোম কেনার জন্য সেখানকার মানুষের উদ্যম এবং উৎসাহ কার্যত চোখে পড়ার মত।
প্রসঙ্গত ভেনেজুেলায় গর্ভপাত নিষিদ্ধ। তাই সে দেশে কন্ডোমের পাশাপাশি গর্ভ নিরোধক ওষুধ খুঁজে পেতেও মানুষকে বেগ পেতে হয়। ওষুধের দোকান থেকে সুপার মার্কেট প্রায় কোথাও কন্ডোম বা গর্ভ নিরোধক ওষুধ খুব বেশি মেলে না ভেনেজুয়েলায়।
ফলে ব্ল্যাক মার্কেটে চড়া দামে অনেক সময় বিক্রি হয় কন্ডোম এবং গর্ভ নিরোধক ওষুধ। যা প্রকৃত দামের চেয়ে প্রায় দ্বিগুন, তিনগুন বেশি দামে বিক্রি হয়।