নয়াদিল্লিঃ বাড়িতে গর্ভপাতের(Abortion) চেষ্টা। চারমাসের ভ্রূণকে বিনাশ করতে গিয়ে মৃত্যু গৃহবধূর(Housewife)। আটক স্বামী সহ শ্বশুর এবং শাশুড়ি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) পুনেতে(Pune)। জানা গিয়েছে, চারমাসের অন্তঃসত্ত্বা(Pregnant) ছিলেন ওই মহিলা। এক কন্যা এবং পুত্র সন্তানের মা তিনি। বাড়িতে ওষুধের সাহায্যে গর্ভপাত করাতে গিয়ে প্রচুর রক্তপাতের দরুন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পুলিশের অনুমান, অবৈধভাবে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করানো হয় শ্বশুরবাড়ির তরফে। গর্ভে কন্যাসন্তান থাকায় গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনায় ওই মহিলার স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এক ডাক্তারের খোঁজ মিলেছে। তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে পুলিশ সূত্রে খবর। ইন্দাপুর থানার এক অফিসার বলেন, "বাড়িতেই গর্ভপাতের চেষ্টা করা হয়। এরপর প্রচুর পরিমাণে রক্তপাত হলে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু হাসপাতালের পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় সন্দেহের তীর শ্বশুরবাড়ির দিকে। তদন্ত চলছে। "
বাড়িতেই গর্ভপাতের চেষ্টা, মৃত ২৪ বছরের তরুণী
Pune Women Dies After Abortion Performed At Home. Husband Arrestedhttps://t.co/DOaTffn532 pic.twitter.com/FkOYZOIb2q
— NDTV (@ndtv) September 25, 2024