Pakistan: পাকিস্তানে ফের আফগান সেনার হামলায় মৃত ১, জখম কমপক্ষে ১২
ফের পাকিস্তানে হামলা চালাল আফগান সেনা। এর ফলে একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১২ জন। এদের মধ্যে দুজন মহিলার পাশাপাশি শিশুরাও রয়েছে।
ইসলামাবাদ: ফের পাকিস্তানে (Pakistan) হামলা চালাল আফগান সেনা (Afghanistan army)। এর ফলে একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১২ জন। এদের মধ্যে দুজন মহিলার পাশাপাশি শিশুরাও রয়েছে।
পাকিস্তানের সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, শুক্রবার ফের পাকিস্তানের কালি মুসা (Kali Musa) সীমান্ত এলাকার ওপার থেকে এপারে জনবসতি এলাকা লক্ষ্য করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সাহায্যে প্রচণ্ড গুলি (Firing) ছুঁড়তে থাকে আফগানিস্তানের সেনারা। এর জবাবে পালটা গুলি (retaliatory fire) ছুঁড়তে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীও। দুপক্ষের মধ্যে গুলিবর্ষণ শেষ হওয়ার পর স্থানীয় চামান কর্তৃপক্ষের (Chaman authorities) তরফে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করে বাজার বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা অনেকগুলি বাড়ির ছাদ থেকে বেশ কিছু বুলেটের খোলাও পাওয়া গেছে।
পাকিস্তানের আধাসামরিক সেনা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় একজন নাগরিকের মৃত্যু হওয়ার পাশাপাশি কমপক্ষে ১২ জন জখম হয়েছে। তাদের মধ্যে দুজন মহিলার পাশাপাশি শিশুরাও রয়েছে। জখমদের প্রথমে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জখমদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের কোয়েট্টা সিভিল হাসপাতাল ট্রমা সেন্টারে (Quetta Civil hospital trauma centre) স্থানান্তরিত করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তানের উপর গুলিবর্ষণ করল আফগান সেনা। এর আগে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জনবসতি এলাকায় গুলি চালিয়ে কমপক্ষে ৬ জন সাধারণ মানুষকে হত্যা করার ও ১৭ জনকে জখম করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।