Pakistan PM: 'কাশ্মীর সমস্যার সমাধান হলে পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই', বললেন ইমরান খান

ইমরান খান, ছবি ট্যুইটার

দিল্লি, ২৪ জুন: কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেলে পরমাণু অস্ত্রের আর কোনও প্রয়োজন নেই। এবার এমনই মন্তব্য করলেন পাকিস্তানের(Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হন পাক প্রধানমন্ত্রী (Pakistan PM)।

  সেখানে তিনি বলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার শুধুমাত্র নিজেদের রক্ষা করার জন্য। পাকিস্তান কোনও দেশের সঙ্গে কোনও সংঘাত চায় না। সীমান্তে ভারতের সঙ্গে ছোটখাট সমস্যা হয়। কখনওই পাকিস্তান নিজে থেকে যুদ্ধ করতে যায় না। আর একবার কাশ্মীর (Kashmir) সমস্যার সমাধান হয়ে গেলে পাকিস্তানের আর কখনওই পরমাণু অস্ত্রের প্রয়োজন হবে না।

পাক প্রধানমন্ত্রীর সেই সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ক্লিপিংস ট্যুইট করেন রেহাম খান (Reham Khan)।  ইমরান খানের (Imran Khan) প্রাক্তন স্ত্রীর তথা পাক-ব্রিটিশ লেখিকা রেহাম খানের ওই ট্যুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। যা নিয়ে শুরু হয়ে যায় জোর সমালোচনা।