Omicron: ভয়ঙ্কর রূপ নিতে পারে ওমিক্রন, মৃত্যু নিয়ে আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা কোভিডের কবলে পড়তে পারেন শিগগিরই । সামনেই কড়া শীতের মরশুম । এই শীতে ওমিক্রন মারাত্মক রূপ নিতে পারে ।
ওয়াশিংটন, ১৭ ডিসেম্বর: করোনার (Corona) নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে চিন্তা বাড়ছে গোটা বিশ্বের। ওমিক্রনের থাবা কতটা মারাত্মক হতে পারে, তা নিয়ে চিন্তায় ভাইরাস বিশেষজ্ঞরা । এবার সেই আশঙ্কার কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) গলায় । বাইডেন বলেন, ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে আমেরিকা জুড়ে । ফলে প্রত্যেককে সাবধানে থাকতে হবে । কেউ যদি এখনও টিকা না নিয়ে থাকেন, তাহলে শিগগিরই তা নিয়ে ফেলুন । কারও টিকার পরপর দুই ডোজ নেওয়া সম্পূর্ণ হলে, তাঁরা বুস্টার নিন । এমনই আর্জি জানান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ।
মার্কিন (US) প্রেসিডেন্টের আশঙ্কা, যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা কোভিডের (COVID 19) কবলে পড়তে পারেন শিগগিরই । সামনেই কড়া শীতের মরশুম । এই শীতে ওমিক্রন মারাত্মক রূপ নিতে পারে । ফলে মৃত্যুর পরিসংখ্যানও ক্রমাগত বাড়তে পারে বলে আশঙ্কা মার্কিন প্রেসিডেন্টের । বাইডেনের কথায়, করোনা ভাইরাসের যে রূপ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা দেখেছেন, তা ভয়ঙ্কর । তাই করোনার সেই পুরনো রূপ যাতে আর কাউকে দেখতে না হয়, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলেও জানান জো বাইডেন । ফলে যাঁরা এখনও পর্যন্ত টিকার প্রথম ডোজ নেননি, তাঁরা যাতে শিগগিরই নিয়ে নেন, সে বিষয়ে আবেদন জানান বাইডেন । পাশাপাশি যাঁদের টিকার পরপর দুই ডোজ সম্পূর্ণ, তাঁরা বুস্টার নিন বলেও আবেদন করেন মার্কিন প্রেসিডেন্ট ।
আরও পড়ুন: 83: বুর্জ খলিফায় দীপিকা-রণবীর, ৮৩-এর ঝলকে রঙিন বুর্জ খলিফা, নয়া সম্মান 'দীপভীরের'
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় (South Africa) ধরা পড়ে ওমিক্রন । দক্ষিণ আফ্রিকার পর বৎসোয়ানা, হংকং, ইজরায়েল, ব্রিটেন সহ বিশ্বের ৩০টি দেশে করোনার এই নয়া প্রজাতি ধরা পড়েছে । ভারতেও ধরা পড়েছে ওমিক্রন । মহারাষ্ট্র (Maharashtra), কর্ণাটক (Karnataka), দিল্লি (Delhi), রাজস্থানে (Rajasthan) বাড়তে শুরু করেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা । যা নিয়ে উদ্বেগ বাড়ছে দিল্লিরও ।