Nobuyo Ōyama: ডোরেমোনের মানব কণ্ঠ নোবায়ো ওয়ামার ৯০ বছর বয়সে মৃত্যু

শৈশবের মৃত্যু। জাপানের বিশ্বখ্যাত টিভি কার্টুন ডোরেমন-এর কণ্ঠশিল্পী নোবায়ো ওয়ামা প্রয়াত হলেন।

Nobuyo Ōyama. (Photo Credits:X)

শৈশবের মৃত্যু। জাপানের বিশ্বখ্যাত টিভি কার্টুন ডোরেমন-এর কণ্ঠশিল্পী নোবায়ো ওয়ামা (Nobuyo Ōyama) প্রয়াত হলেন। ৯০ বছর বয়সে মারা গেলেন জাপানের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ১৯৭৯ সালে ২ এপ্রিল জাপানের চ্যানেল 'টিভি আসায়াহি'-তে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ডোরেমন। ডোরেমন হল একটি রোবটিক বিড়াল যে নবিতা নামের একটি অলস কিন্তু দয়ালু ছেলেকে সাহায্য করে। শিশুর মত সরল আর মিষ্টি, কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত ডোরেমন-এর গলার স্বরটা ছিল নোবায়ো ওয়ামা-র। ওয়ামা-র কণ্ঠই ডোরেমনের (জাপানী ভাষায় নাম 'ডোরাইমান') জনপ্রিয়তা জাপানের সীমারেখা ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হিন্দি সহ বিশ্বের বেশ কয়েকটি ভাষায় ডাব হয়ে ডোরেমন আন্তর্জাতিক খ্যাতি পায়। অন্য যত ভাষাতেই ডাব হোক, ডোরেমন-এর আসল আওয়াজ জাপানী ওয়ামার হয়েই সবার মনে থেকে যাবে।

প্রয়াত ডোরেমনের কণ্ঠশিল্পী নোবায়ো ওয়ামা

ফুজিকো এফ ফুজিওর তৈরি জাপানী কার্টুন ডোরেমন-এর জনপ্রিয়তার একটা ছোট্ট পরিসংখ্যান হল, ভারত, ভিয়েতনাম সহ বিশ্বের অন্তত ২০টি দেশ সবচেয়ে জনপ্রিয় কার্টুন হল এটি।



@endif