Newly Elected Members of UNSC: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নবনির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ডের

তাদের দুই বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। তবে ২০২৩ সালের জন্য নিরাপত্তা পরিষদের প্রথম কার্যদিবস শুরু হয়েছে নতুন বছরের ছুটির পর মঙ্গলবার, ৩ জানুয়ারি। মঙ্গলবার তাদের দায়িত্বের সূচনা উপলক্ষে পতাকা স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ecuador, Japan, Malta, Mozambique and Switzerland as non-permanent members of UNSC (Photo Credit: Japenese Mission UN/Twitter)

রাষ্ট্রসংঘ, ৪ জানুয়ারি পাঁচ দেশ ইকুয়েডর (Ecuador), জাপান (Japan), মাল্টা (Malta), মোজাম্বিক (Mozambique) ও সুইজারল্যান্ড (Switzerland) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব নিতে শুরু করেছে। সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে অনুসারে, তাদের দুই বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। তবে ২০২৩ সালের জন্য নিরাপত্তা পরিষদের প্রথম কার্যদিবস শুরু হয়েছে নতুন বছরের ছুটির পর মঙ্গলবার, ৩ জানুয়ারি। মঙ্গলবার তাদের দায়িত্বের সূচনা উপলক্ষে পতাকা স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে কাজাখস্তান (Kazakhstan) এই অনুষ্ঠানের সূচনা করে। Israeli Minister visits Jerusalem: ইজরায়েলি মন্ত্রীর জেরুসালেম সফরকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র প্রতিক্রিয়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজাখস্তানের স্থায়ী প্রতিনিধি আকান রাখমেতুলিন (Akan Rakhmetullin)। তিনি বিশ্বাস করেন, নতুন পরিষদের পাঁচ সদস্য বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অনেক গভীরতা ও মনোযোগ আনবে।রাখমেতুলিন বলেন, নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এটা স্পষ্ট যে বৈশ্বিক পরিস্থিতি চলমান সংঘাত ও মানবিক বিপর্যয় থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন ও মহামারীর নেতিবাচক প্রভাব পর্যন্ত অসংখ্য চ্যালেঞ্জ ও সংকটের দ্বারা চিহ্নিত হয়ে আছে। তিনি বলেন, 'এই তীব্র বিষয়গুলোর সমাধানে সহযোগিতা ও সংহতির পাশাপাশি রাষ্ট্রসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার প্রয়োজন।

নতুন পরিষদের পাঁচ সদস্যের স্থায়ী প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদের চেম্বারের বাইরে নিজ নিজ জাতীয় পতাকা স্থাপন করার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন। ভারত (India), আয়ারল্যান্ড (Ireland), কেনিয়া (Kenya), মেক্সিকো (Mexico) ও নরওয়ের (Norway) পরিবর্তে এই পাঁচটি দেশকে বেছে নেওয়া হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচ স্থায়ী সদস্য রয়েছে -মার্কিন যুক্তরাষ্ট্র (USA),ব্রিটিশ যুক্তরাষ্ট্র (UK), ফ্রান্স (France), রাশিয়া (Russia) ও চীন (China)। প্রতি বছর পাঁচ জন অস্থায়ী সদস্যকে বদলি করা হয়। আলবেনিয়া(Albania), ব্রাজিল (Brazil), গ্যাবন (Gabon), ঘানা (Ghana) ও সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirates) অস্থায়ী সদস্য হিসেবে তাদের দুই বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে রয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now