COVID-19: নতুন N95 মাস্কের সংস্পর্শে এলেই খতম করোনার জীবাণু, নয়া দাবি গবেষকদের

নতুন N95 মাস্কে যে ফিল্টােরের স্তর রয়েছে, তা অনেকাংশে কোভিড জীবাণুকে খতম করবে বলে জানান গবেষকরা। ফলে N95 মাস্কের সঙ্গে নতুন N95 মাস্কের কোনও তুলনা চলে না বলেও জানানো হয়।

Face Mask (Photo Credit: File Photo)

ওয়াশিংটন, ৪ জুলাই:  নতুন N95 মাস্ক যে শুধু কোভিড (COVID 19) থেকে আপনাকে দূরে রাখবে তা নয়, ওই মাস্কের সংস্পর্শে ভাইরাস এলে, তা  SARS-CoV-2 কে খতম করবে। এমনই দাবি করলেন একদল গবেষক । নয়া N95 মাস্কের সংস্পর্শে কোনও ভাইরাস এলে, তা ততক্ষণাৎ খতম হবে বলেও গবেষকদের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, এই মাস্কে প্লাস্টিকের ব্যবহার কম। তাই এই মাস্ক বেশ অনেকবার ব্যবহার রকরা যাবে বলে জানান গবেষকরা।

নতুন N95 মাস্কে যে ফিল্টােরের স্তর রয়েছে, তা অনেকাংশে কোভিড জীবাণুকে খতম করবে বলে জানান গবেষকরা। ফলে N95 মাস্কের সঙ্গে নতুন N95  মাস্কের কোনও তুলনা চলে না বলেও জানানো হয়। এই মাস্ক পরলে শ্বাসকষ্টেরও কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেও গবেষকদের তরফে জানানো হয়।

আরও পড়ুন:  Urfi Javed: পেপার দিয়ে শরীর ঢাকলেন, ফের ভাইরাল ঊরফি জাভেদের ভিডিয়ো

এই মুহূর্তে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে গোটা বিশ্ব জুড়ে। তবে  নয়া N95 মাস্ক যে টেকনলজির মাধ্যমে তৈরি হয়েছে, তার সংস্পর্শে ভাইরাস এলে, তা খতম হতে বাধ্য বলেও  জানানো হয়েছে।