Netherlands: লাইনচ্যুত হয়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, আগুন যাত্রীবাহি ট্রেন, আহত বহু
যাত্রীবাহি ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনা নেদারল্যান্ডসে (Netherlands)। যাত্রীবাহি ট্রেনের (Train) সঙ্গে মালগাড়ির সংঘর্ষের জেরে দুর্ঘটনায় ৫০ জনের আহত হওয়ার খবর মিলছে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায় এবং তা থেকেই দুর্ঘটনার সূত্রপাত বলে খবর। জানা যায়, ৫০ জনকে নিয়ে যাওয়ার সময় যাত্রীবাহি ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয়। যাত্রীবাহি ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায় এবং অপর দিকে থেকে আসা মালগাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়।